• এএফসি কাপ
  • " />

     

    এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইয়ে ভারতসহ কার বিরুদ্ধে কবে নামছে বাংলাদেশ

    এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইয়ে ভারতসহ কার বিরুদ্ধে কবে নামছে বাংলাদেশ    

    সৌদি আরবে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ। এ টুর্নামেন্টের বাছাইয়ের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে সি গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভারত, সিঙ্গাপুর ও হংকংকে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। 

    এরই মধ্যে ১৮টি দেশ এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। বাছাইপর্বের বাধা টপকে তাদের সঙ্গে যোগ দেবে আরো ছয়টি দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে সোমবার (৯ ডিসেম্বর) ড্র সম্পন্ন হয়। 

    আগামী বছরের ২৫ মার্চ থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মাঠে গড়াবে বাছাইপর্ব। যেখানে ছয়টি গ্রুপের সেরা দল এশিয়ান কাপের ১৯তম আসরে খেলার টিকিট কাটবে। হোম ও অ্যাওয়ে মিলিয়ে প্রতিটি দল ছয়টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। 

    ফিফা র‍্যাংকিং অনুযায়ী গ্রুপের প্রতিটি দলই ১৮৫তম স্থানে থাকা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। বর্তমানে ভারতের অবস্থান ১২৭তম। হংকং ও সিঙ্গাপুরের যথাক্রমে ১৫৬ ও ১৬১তম স্থানে। একনজরে দেখে নিন এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইপর্বে বাংলাদেশের সূচি- 

    স্বাগতিক দেশ - সফরকারী দেশ (ম্যাচের তারিখ)

    ভারত-বাংলাদেশ (২৫ মার্চ, ২০২৫)
    বাংলাদেশ-সিঙ্গাপুর (১০ জুন, ২০২৫)
    বাংলাদেশ-হংকং (৯ অক্টোবর, ২০২৫)
    হংকং-বাংলাদেশ (১৪ অক্টোবর, ২০২৫)
    বাংলাদেশ-ভারত (১৮ নভেম্বর, ২০২৫)
    সিঙ্গাপুর-বাংলাদেশ (৩১ মার্চ, ২০২৬)