আইপিএলেও 'বিশ্রাম' নেবেন কোহলি
বিশ্বকাপের কথা মাথায় রেখে গত দেড় বছরে বেশ কয়েকটি সিরিজে বিশ্রাম নিয়েছেন তিনি। বিরাট কোহলির সেই 'বিশ্রাম' দেখা যেতে পারে আইপিএলেও। আইপিএল শুরুর আগে কোহলি নিজেই জানিয়েছেন, শরীরকে অতিরিক্ত ক্লান্তি থেকে দূরে রাখতে বেশ কিছু ম্যাচে খেলতে দেখা যাবে না তাকে।
বিশ্বকাপের বাকি আর মাত্র দুই মাস। ব্যস্ত ক্রিকেট সূচীর পর প্রায় দেড় মাস আইপিএলে ব্যস্ত থাকবেন কোহলিসহ ভারতীয় ক্রিকেটাররা। কিছুদিন আগে কোহলি বলেছিলেন, সবার উচিত হবে দেখেশুনেই আইপিএল খেলা। বিশ্বকাপের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে, সেটার দিকেও বিশেষ খেয়াল রাখতে বলেছিলেন তিনি।
কোহলি নিজেও ‘দেখেশুনেই’ খেলবেন এবারের আইপিএলে, ‘বেশ কয়েকটি ম্যাচে হয়ত আমি খেলব না। এতে ফ্র্যাঞ্চাইজি কোন বাধা দেবে না। আমরা সবাইকে বলেছি ম্যাচের আগে নিজেদের ফিটনেসের ব্যাপারটা ফিজিওকে জানাতে। প্রতিটা ম্যাচেই সবাই নিজের শতভাগ দিতে চায়। তবে নিজের শরীরের দিকে নজর রাখাটাও জরুরী। আমি আগেও বলেছি, সবার উচিত হবে বিশ্রামের ব্যাপারে কৌশলী হওয়া।’
আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরুর সাথে আছেন কোহলি। ২০১৩ সাল থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। ১১ বছরে কখনোই আইপিএল জেতা হয়নি কোহলির। কোহলির বিশ্বাস, আইপিএল না জেতায় 'খোঁচা' শুনলেও কিছুই যায় আসে না তার, ‘সবাই আইপিএল জিততে চায়। শিরোপা জয়ের জন্য যা যা করতে হয় সবই আমি করছি। তবে আইপিএল না জিতলে কে কী বলবে, সেটা নিয়ে মাথা ঘামাই না। আমার কাজ পারফর্ম করা, সেটাই আমি করি। মানুষের কথা শুনলে তো আমি পাঁচ ম্যাচও খেলতে পারতাম না, বাসায় বসে থাকতে হতো! মানুষ সুযোগ পেলেই কথা শুনিয়ে দেয়। বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে আমি চাই এবার যেন দল শিরোপা জেতে।’
আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএলের ১২তম আসর।