ব্যাটিংয়ের আগে নার্ভাস হয়ে বারবার বাথরুমে গেছেন ওয়ার্নার!
গতবার নিষেধাজ্ঞার কারণে আইপিএলে খেলতে পারেননি তিনি, হারিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বও। এবারের আইপিএলের ফেরাটা তাই একটু বিশেষ কিছু ছিল ডেভিড ওয়ার্নারের কাছে। ওয়ার্নার জানিয়েছেন, গতকাল কলকাতার বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে এতোটাই নার্ভাস ছিলেন যে, বেশ কয়েকবার বাথরুমেও যেতে হয়েছে তাঁকে!
বল টেম্পারিং কেলেঙ্কারিতে প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন ওয়ার্নার। এই বছরের শুরুতে খেলতে এসেছিলেন বিপিএলে। তবে ইনজুরির কারণে খুব বেশিদিন বাংলাদেশে থাকতে পারেননি। ইনজুরি কাটিয়ে আইপিএলের প্রথম ম্যাচেই হায়দরাবাদের হয়ে নেমে ৫৩ বলে করেছেন ৮৫ রান। শেষ পর্যন্ত অবশ্য তাঁর দল জিততে পারেনি।
গতবার নিষেধাজ্ঞার কারণে তাঁকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি। এবারও অধিনায়কত্ব পাচ্ছেন না ওয়ার্নার। কলকাতার বিপক্ষে ম্যাচের আগে যে বেশ নার্ভাস ছিলেন তিনি, সেটা জানিয়েছেন নিজেই, ‘এমনিও আমি ম্যাচের আগে একটু নার্ভাস থাকি। এবার আরও বেশি ছিলাম। দলের সাথে আবার খেলতে পেরে ভালোই লাগছিল। তবে কিছুই খাইনি সকাল থেকে, শুধু শসার জুস খেয়েছি। ব্যাটিংয়ে নামার আগে তো অনেকবার বাথরুমেও যেতে হয়েছে নার্ভাসনেসের কারণে!’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন কোন দুইজন, সেটা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে আলোচনা। গতকাল পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজাও আছেন দারুণ ফর্মে। আইপিএলের শুরুটা দুর্দান্তভাবে করলেন ওয়ার্নারও। অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন বলছেন, নির্বাচকদের জন্য কাজটা দিনদিন কঠিনই হয়ে যাচ্ছে, ‘আশা করি ওয়ার্নার ও স্মিথের আইপিএলটা দারুণ কাটবে। আমাদের নির্বাচকদের কাজটা কঠিনই হয়ে যাবে! সবাই বিশ্বমানের ক্রিকেটার, এটাই বড় সমস্যা। সবাই কন্ডিশনের সাথে মানিয়ে ভালো খেলতে পারে।’