মানকাড আউট করে ভুল কিছু করিনি: অশ্বিন
ম্যাচের ফলাফল ছাপিয়ে তাঁর করা সেই আউটটাই এখন আইপিএলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাঞ্জাব-রাজস্থান ম্যাচে রাজস্থানের জস বাটলারকে ‘মানকাড’ আউট করে সমালোচনাও শুনতে হচ্ছে পাঞ্জাবের রবিচন্দ্রন অশ্বিনকে। অশ্বিন অবশ্য বলছেন, আইসিসির নিয়মে থাকাতেই এমন আউট করেছেন তিনি, এতে ‘স্পিরিট অফ ক্রিকেটের’ কোন ক্ষতিও হয়নি।
পাঞ্জাবের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য ভালোভাবেই তাড়া করছিল রাজস্থান, বাটলার ৬৯ রানও করে ফেলেছিলেন। ম্যাচের ১৩ তম ওভারে আম্পায়ারের প্রান্তে দাঁড়ানো ছিলেন বাটলার। অশ্বিন বল করার আগেই ক্রিজ ছেড়ে অনেকটা বের হয়ে এলেন তিনি, পেছন ফিরে দেখলেন, অশ্বিন স্টাম্প ভেঙে দিয়েছেন! ঘটনার আকস্মিকতায় কিছুটা অবাক হলেও নিয়ম মেনে ক্রিজ ছেড়েছেন বাটলার। তাঁর আউটের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে হেরেছে রাজস্থানও।
টিভির রিপ্লেতে দেখা গেছে, বল হাত থেকে ছোড়ার আগ মুহূর্তেও বাটলার ক্রিজে ছিলেন। অশ্বিন কিছুটা অপেক্ষায় করায় বাটলার ক্রিজ ছেড়ে সামনের দিকে এগিয়ে গেছেন, এরপরই স্টাম্পে বল লাগিয়েছেন তিনি। তাহলে কি ইচ্ছা করেই বাটলারকে ‘মানকাডের’ ফাঁদে ফেলেছেন অশ্বিন? অশ্বিন অবশ্য এটা মানতে নারাজ, ‘এটা আপনাআপনিই এসে গেছে। আগে থেকে কখনোই পরিকল্পনা ছিল না। আর আমি তো ক্রিকেটের নিয়মের বাইরে কিছু করিনি! যদি নিয়মের বাইরে না যাই, তাহলে সেটা ক্রিকেটের চেতনা নষ্ট করবে কীভাবে? এই আউট তো আইসিসির নিয়মেই আছে।’
মানকাড আউট নিয়ে বিতর্ক উঠেছে আগেও। এবারও এমন আউটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্বিনকে রীতিমত ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটারসহ অনেকেই। অশ্বিন দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তিনি ভুল কিছু করেননি, ‘কোন আউট যদি নিয়মের ভেতর থাকে, সেখানে ক্রিকেটের চেতনার কোন ক্ষতি হয় না। নিয়ম সবার জন্যই সমান। বাটলারও হয়ত এটার সাথে একমত হবে। আগেও এরকম ঘটনা ঘটেছে।’
এদিকে রাজস্থান অধিনায়ক অজিংকা রাহানে ম্যাচ রেফারির ওপরই সিদ্ধান্তটা ছেড়ে দিচ্ছেন, ‘আমরা এসব নিয়ে কথা বলতে চাই না। ম্যাচ রেফারি যা ঠিক মনে করেন, সেটাই আমরা সবাই মেনে নেবো।’