• প্রীতি ম্যাচ
  • " />

     

    মেসি না থাকায় আর্জন্টিনার আর্থিক ক্ষতিও কম নয়!

    মেসি না থাকায় আর্জন্টিনার আর্থিক ক্ষতিও কম নয়!    

    লিওনেল মেসি না থাজায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে কারণও জানতে চেয়েছিল মরক্কো ফেডারেশন। মেসি চোটের জন্য খেলেননি, তবে তাঁর চেয়ে বেশি ক্ষতি হয়েছে দুই ফেডারেশনই। মরক্কো বাণিজ্যিকভাবে লাভবান হয়নি, আর আর্জেন্টিনা এফএও পেয়েছে সাড়ে চার লাখ ইউরো কম।

    ভেনেজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচেই চোট পেয়ে ছিটকে পড়েছিলেন মেসি। বিশ্বকাপের পর ফেরাটাও মাটি হয়ে গিয়েছিল দলের পরাজয়ে। কাল মরক্কোর সঙ্গে ম্যাচে আর্জেন্টিনা জিতলেও ছিলেন না মেসি। সেজন্য আর্জেন্টাইন এফএর বেশ ক্ষতিই হয়েছে। মরক্কোর ফেডারেশন তাদের দেওয়ার কথা ছিল ১০ লাখ ইউরো। কিন্তু মেসি না থাকায় তারা দিচ্ছে সাড়ে পাঁচ লাখ ইউরো। চুক্তিতে ছিল, এই ম্যাচে অন্তত ৭০ মিনিট মেসিকে মাঠে থাকতে হবে। নইলে টাকা কেটে রাখা হবে। শেষ পর্যন্ত সেই ক্ষতিটাই মেনে নিতে হলো আর্জেন্টিনা এফএকে।