• আইপিএল ২০১৯
  • " />

     

    আইপিএল স্টোকস-বাটলারদের বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ: মরগান

    আইপিএল স্টোকস-বাটলারদের বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ: মরগান    

    বিশ্বকাপের বাকি আর দুই মাস। এমন সময় দেড় মাস ধরে চলা আইপিএল কেমন প্রভাব ফেলবে বিশ্বকাপে, সেটা নিয়ে নানা মুনির নানা মত। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান অবশ্য আইপিএলকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। তাঁর মতে, ইংলিশ ক্রিকেটারদের জন্য আইপিএল বিশ্বকাপ প্রস্তুতির ‘আদর্শ মঞ্চ’।

    এবারের আইপিএলে আছেন মোট এগারোজন ইংলিশ ক্রিকেটার। তাদের মাঝে বিশ্বকাপে নিশ্চিতভাবেই খেলবেন বেন স্টোকস, জস বাটলার ও জনি বেইরস্টো। মরগানের বিশ্বাস, আইপিএলকে খুব ভালমতোই কাজে লাগাবেন তাঁরা, ‘রাজস্থানের হয়ে স্টোকস ও বাটলার আশা করি দেশে ফেরার আগে সব ম্যাচই খেলবে। বেইরস্টোও হায়দরাবাদের হয়ে অনেক ম্যাচ খেলতে পারে। আমি চাই তাঁরা এই সময়টায় বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করুক।’

    আইপিএলের প্রস্তুতিটা বিশ্বকাপে অনেক কাজে দেবে বলেই মানছেন মরগান, ‘বিশ্বের সেরা ক্রিকেটাররা এখানে খেলছেন। প্রতিটা ম্যাচই টানটান উত্তেজনাপূর্ণ হচ্ছে, চাপও থাকছে সবার ওপর। এই চাপ নেওয়ার ক্ষমতাটা বিশ্বকাপে খুবই কাজে দেবে। বিশ্বকাপের জন্য প্রস্তুতির এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না।’

    ঘরের মাঠে ফেবারিট হিসেবে বিশ্বকাপ জয়ের মিশনে নামবে ইংল্যান্ড। এতে দল খুব একটা নার্ভাস নয় বলেই জানালেন মরগান, ‘আমরা ফেবারিট হিসেবে খেলার মতোই প্রস্তুতি নিচ্ছি। গত কয়েক বছরে আমাদের পারফরম্যান্স ভালো ছিল, কিন্তু অতীতের কথা মনে করে লাভ নেই। সামনে কী হবে সেটাই গুরুত্বপূর্ণ। তবে আমরা একদমই নার্ভাস নই। গত সাড়ে তিন বছরে যেভাবে খেলেছি সেটাই ধরে রাখতে হবে। আয়ারল্যান্ডের সাথে একটা ম্যাচ আছে, এরপর পাকিস্তানের সাথে পাঁচ ম্যাচের সিরিজ। আশা করি বিশ্বকাপের আগে ভালোভাবেই প্রস্তুত হয়ে যাবে সবাই।’

     

     

    ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের বিশ্বকাপের।