এবার বাদই পড়তে হলো সাকিবকে
গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন সব ম্যাচ। ১৪টি গ্রুপ ম্যাচসহ প্লে-অফ ও ফাইনালের তিন ম্যাচেও ছিলেন একাদশে। এই মৌসুমে প্রথম ম্যাচেও ছিলেন, তবে শেষ ওভারে ১৩ রানটা আটকাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে এসে তাই দলের বাইরে চলে যেতে হয়েছে সাকিব আল হাসানকে।
সেটা অবশ্য খানিকটা হয়েছে টিম কম্বিনেশনের কারণে। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন কাঁধের চোটে প্রথম ম্যাচে বাইরে ছিলেন। উইলিয়ামসন ফেরায় চার বিদেশীর একজনকে বাইরে চলে যেতে হতো। ডেভিড ওয়ার্নার ও রশিদ খান প্রায় অটোমেটিক চয়েস, জনি বেইরস্টো কিপিং করার কারণে টিকে গেছেন। সেজন্য সরে যেতে হলো সাকিবকে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটা তাই বাইরে থেকেই দেখতে হচ্ছে সাকিবকে।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা হেরেছে সানরাইজার্স। তবে সাকিব না থাকলেও আজ পেয়েছে নিজেদের প্রথম ম্যাচ। শুরুতে ব্যাট করে সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে রাজস্থান করেছিল ১৯৮ রান। ওয়ার্নার, বেইরস্টোদের ঝড়ে এক ওভার হাতে রেখেই সেই রান টপকে গেছে সানরাইজার্স।