• আইপিএল ২০১৯
  • " />

     

    অশ্বিন 'মানকাড' করে ঠিক করেননি: বাটলার

    অশ্বিন 'মানকাড' করে ঠিক করেননি: বাটলার    

    তাঁকে করা রবিচন্দ্রন অশ্বিনের সেই মানকাড আউট নিয়ে কম বিতর্ক হয়নি। এমসিসি থেকে শুরু করে সাবেক ক্রিকেটার, নিজেদের মতামত দিয়েছেন অনেকেই। রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার অবশ্য নিজের সেই আউট নিয়ে এতদিন কিছুই বলেননি। বাটলার এবার মুখ খুলেছেন। তার দাবি, অশ্বিন কাজটা একদমই ঠিক করেননি।

    ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুইবার মানকাড আউটের শিকার হয়েছেন বাটলার। ২০১৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের হয়ে খেলতে নেমে শ্রীলংকার সাচিথ্রা সেনানায়েকের হাতে এভাবে আউট হন তিনি। এবারের আইপিএলে রাজস্থানের হয়ে ব্যাটিংয়ে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের অশ্বিনের হাতে মানকাডের ফাঁদে পড়েন বাটলার। এমন আউটের জন্য কম সমালোচনা শুনতে হয়নি অশ্বিনকে।

    বাটলার বলছেন, ওভাবে আউট হয়ে খুবই হতাশ হয়ে পড়েছিলেন তিনি, ‘যেভাবে আমাকে আউট করা হয়েছিল, সেটায় খুব হতাশ হয়েছিলাম। অশ্বিন যেভাবে আউটটা করেছে, সেটা আমার একদমই পছন্দ হয়নি। এই কাজটা সে না করলেও পারত।’

    ওই আউটের প্রভাব পরের ম্যাচেও পড়েছে, মানছেন বাটলার, ‘পরের দুই ম্যাচে তো আমি ব্যাটিং করতে নেমে শুধু এটাই ভেবেছি। ব্যাটিং নিয়ে ভাবার চেয়ে অন্য প্রান্তে দাঁড়ানোর সময় ক্রিজের ভেতর থাকব কিনা, সেটাই ছিল আমার মূল চিন্তা!’

    অশ্বিন বল ছোড়ার সময় ক্রিজের ভেতরেই ছিলেন বাটলার। অশ্বিন কিছুক্ষণ অপেক্ষা করায় বাটলার ক্রিজ ছেড়ে বেড়িয়ে যান, সেই সুযোগেই স্টাম্প ভেঙে দেন অশ্বিন। বাটলার বলছেন, আম্পায়ারের উচিত ছিল তাঁকে আউট না দেওয়া, ‘ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবেন আমাকে আউট দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। বল ছোড়ার সময় আমি ক্রিজের ভেতরেই ছিলাম। যা হয়েছে সেটার সাথে আমি মোটেও একমত না। কিন্তু করার তো কিছু নেই। আমিই একমাত্র ব্যক্তি যে দুইবার এভাবে আউট হলো! এখন সতর্ক থাকতে হবে আর যেন এমনটা না হয়।’

     

     

    অশ্বিনের আউটকে সমর্থক দিয়েছে এমসিসি। আইসিসির নিয়মেও আছে এই আউট। বাটলার তবুও জানালেন, সবাই যেন ক্রিকেটের চেতনার কথাটা মাথায় রাখেন, ‘টুর্নামেন্টের শুরুতেই এমন আউট ভালো কোন বার্তা বয়ে আনবে না। এটা যতই নিয়মে লেখা থাকুক, আশা করি ক্রিকেটাররা এই আউট থেকে দূরে থাকবেন। খেলোয়াড়রা তরুণদের আদর্শ। সবটুকু উজাড় করেই জয়ের জন্য চেষ্টা করা উচিত, তবে সেটা সঠিক উপায়ে।’