• আইপিএল ২০১৯
  • " />

     

    আইপিএলে ফিরছেন স্টেইন

    আইপিএলে ফিরছেন স্টেইন    

    শেষবার আইপিএল খেলেছিলেন দুই মৌসুম আগে। এবার কোন ফ্র্যাঞ্চাইজিই ডেল স্টেইনকে কেনেনি। শেষ পর্যন্ত নাথান কোল্টার নাইলের ইনজুরিই তাঁর কপাল খুলে দিল। আইপিএলের মাঝপথেই কোল্টার নাইলের ইনজুরির সুবাদে স্টেইনকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

    ২০১৬ সালে গুজরাট লায়নসের হয়ে সবশেষ আইপিএলে খেলতে নেমেছিলেন স্টেইন। এরপর ইনজুরির সাথে লড়েছেন বহুদিন। জাতীয় দলের পাশাপাশি তাই আইপিএলেও খেলা হয়নি তাঁর। ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরলেও এবারের আইপিএলের নিলামে তাঁকে কোন দলই কেনেনি।

    ৩৫ বছর বয়সী স্টেইন শেষ পর্যন্ত আইপিএলে ফিরছেন। সেটা হয়েছে কোল্টার নাইলের ইনজুরির কারণেই। পিঠের ইনজুরির কারণে আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ান পেসার। গতবারও কোল্টার নাইল পুরো মৌসুম মাঠে নামতে পারেননি ইনজুরির কারণে। এবার ব্যক্তিগত কারণে আইপিএলের শুরু থেকে দলের সাথে ছিলেন না। যদিও ২৯ মার্চ অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ শেষ হলেই তাঁর বেঙ্গালুরুর সাথে যোগ দেওয়া কথা ছিল। ১৩ এপ্রিল বেঙ্গালুরুর হয়ে মাঠে নামার কথা থাকলেও ইনজুরির কারণে সেটা আর হচ্ছে না।  

     

     

    তাঁর পরিবর্তে স্টেইনকে উড়িয়ে আনছে বিরাট কোহলির বেঙ্গালুরু। এপ্রিলের ১৬ তারিখ থেকে তাদের হয়ে খেলবেন স্টেইন। আইপিএলের প্রথম তিন মৌসুমে বেঙ্গালুরুর হয়েই খেলেছিলেন স্টেইন। ২৮ ম্যাচে তিনি নিয়েছেন ২৭ উইকেট। এবারের আইপিএলে প্রথম ছয় ম্যাচের ছয়টিতেই হারা বেঙ্গালুরুকে কি পথ দেখাতে পারবেন স্টেইন?