• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    ব্রাজিল নাকি আর্জেন্টিনা, টি-টোয়েন্টিতে কে এগিয়ে?

    ব্রাজিল নাকি আর্জেন্টিনা, টি-টোয়েন্টিতে কে এগিয়ে?    

    জার্মানি (৩৬) এগিয়ে স্পেন (৪১), ফ্রান্সের (৪৩) চেয়ে। হতেই পারে। আর্জেন্টিনা (৫৬) এগিয়ে ব্রাজিলের (৬৯) চেয়ে, সেটাও অনিয়মিত নয়। তবে ভুটান, পেরু, আইল অফ ম্যান বা লুক্সেমবার্গের চেয়েও পিছিয়ে ব্রাজিল। এবার একটু ভ্রু কোঁচকাতে পারে আপনার। তবে র‍্যাঙ্কিংটা ফুটবলের নয়, আইসিসির আন্তর্জাতিক টি-টোয়েন্টির। ২০১৮ সালে ১০৪টি সদস্যকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দিয়েছিল আইসিসি, প্রয়োজনীয় ম্যাচ খেলে এবার র‍্যাঙ্কিংয়ের ভেতর চলে এসেছে ৮০টি দেশ। 


    আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশ
    ৩ মে, ২০১৯ পর্যন্ত
    অবস্থান দল রেটিং
    ১ পাকিস্তান ২৮৬
    ২ দক্ষিণ আফ্রিকা ২৬২
    ৩ ইংল্যান্ড ২৬১
    ৪ অস্ট্রেলিয়া ২৬১
    ৫ ভারত ২৬০
    ৬ নিউজিল্যান্ড ২৫৪
    ৭ আফগানিস্তান ২৪১ 
    ৮ শ্রীলঙ্কা ২২৭
    ৯ ওয়েস্ট ইন্ডিজ ২২৬
    ১০ বাংলাদেশ ২২০


    একদিকে ২৮৬ রেটিং নিয়ে সবার ওপরে পাকিস্তান, অন্যদিকে রেটিংয়ের কলাম শূন্য থাকায় সবার নিচে ইন্দোনেশিয়া, চীন, জাম্বিয়া, সয়াজিল্যান্ড, রুয়ান্ডা, লেসোথো। অবশ্য ‘নিয়মিত’ নামগুলির মধ্যে চমক হয়ে এসেছে নেপালের নাম, আইসিসির এই সহযোগী সদস্য (১১) পেছনে ফেলেছে পূর্ণ সদস্য জিম্বাবুয়ে (১৩) ও আয়ারল্যান্ডকে (১৫)। নেপালের ঠিক ওপরেই দশ নম্বরে বাংলাদেশ।

     

     

    ২০১৬ সালের মে মাস থেকে আইসিসি সদস্যদের বিপক্ষে কমপক্ষে ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দলগুলি এসেছে র‍্যাঙ্কিংয়ে। 

     

     

    পুরো র‍্যাঙ্কিং দেখুন এখানে