• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন পগবা

    ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন পগবা    

    গ্রীষ্মকালীন দলবদল শুরু হওয়ার পর থেকে তাকে দলে নিতে উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে না চাইলেও ক্লাব ছাড়তে চান পল পগবা নিজেই, জানিয়েছিল দ্য গার্ডিয়ান। এবার ক্লাব ছাড়ার ইচ্ছাটা যেন পরোক্ষভাবে জানিয়েই দিলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার। ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে বলে মনে করেন পগবা।

     

     

    জুভেন্টাসে চার বছর কাটনোর পর ২০১৬-১৭ মৌসুমের শুরুতে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইউনাইটেডে ফিরে আসেন পগবা। তিন বছরে ইএফএল কাপ এবং ইউরোপা লিগ ছাড়া তেমন সাফল্য নেই পগবার। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও থাকছে না ইউনাইটেড। সব মিলিয়ে পগবা মনে করেন; নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময় হয়তো এসেছে তার, 'ইউনাইটেডে তিন বছর কাটিয়েছি। সাফল্যও পেয়েছি, দেখেছি ব্যর্থতাও। ব্যক্তিগতভাবে গত মৌসুম আমার ক্যারিয়ার সেরা ছিল, কিন্তু ক্লাবের হয়ে আমরা সাফল্য পাই নি। সব মিলিয়ে হয়তো সময় এসেছে নতুন কোথাও চ্যালেঞ্জ নেওয়ার।'

    শুধু রিয়াল নয়, পগবাকে ফেরত নিতে চায় জুভেন্টাস। ফ্রেঞ্চ মিডফিল্ডারকে দলে নিতে পাউলো দিবালা, অ্যালেক্স সান্দ্রোকেও ছাড়তে আপত্তি নেই তুরিনের বুড়িদের, জানিয়েছে টুট্টোস্পোর্ট। তবে জুভেন্টাস নয়; পগবা আসতে চান রিয়ালেই। ছেলেবেলার আইডল জিনেদিন জিদানের জন্যই পগবার এমন সিদ্ধান্ত- জানিয়েছে মার্কা।  ইউনাইটেডে গত তিন বছরে খেলা ১৩৫ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি।