• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    মরগানের ক্ষ্যাপাটে, রশীদের দুঃস্বপ্নের দিনে ভাঙলো যত রেকর্ড

    মরগানের ক্ষ্যাপাটে, রশীদের দুঃস্বপ্নের দিনে ভাঙলো যত রেকর্ড    

    ৭১ বলে ১৪৮ রান, ১৭ ছয়, ৪ চার- অইন মরগানের ইনিংসকে ক্ষ্যাপাটে না বলে উপায় আছে? ঠিক বিপরীত দিন গেছে আফগান লেগস্পিনার রশিদ খানের, ৯ ওভারে তিনি গুণেছেন ১১০ রান।ওল্ড ট্রাফোর্ড দেখেছে বেশ কিছু রেকর্ড....

     

    ১৭- ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় এখন অইন মরগানের। 

     

     

     

    ২৫- এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের নিজেদের রেকর্ডই ভেঙেছে ইংল্যান্ড। এর আগে এ বছর গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪টি ছয় মেরেছিল তারা। 

    ১১- এ ইনিংসে ১১টি ছয়ের শিকার হয়েছেন রশিদ খান, ওয়ানডেতে যা সর্বোচ্চ। ১৯৯৯ সালের পর যে কোনও আন্তর্জাতিক ম্যাচেই যা সবচেয়ে বেশি। 

     

     

    ১২.২২- কমপক্ষে ৯ ওভার বোলিং করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে বাজে ইকোনমি রেট এখন রশিদেরই। এর আগে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরি দিয়েছিলেন ১১.৬৬ ইকোনমিতে ১০৫ রান। 

     

     

    ৭- মরগান ১৭ ছয়ের ৭টিই মেরেছেন রশিদকে। যে কোনও বোলারকে একজন ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড এটি। 

    ৫৭- ৩৬ বলে ফিফটির পর ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন মরগান, বিশ্বকাপে যা চতুর্থ সর্বোচ্চ।