• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'মরগানের ব্যাটিং ইংল্যান্ডের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে'

    'মরগানের ব্যাটিং ইংল্যান্ডের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে'    

    এক ইনিংসে ১৭ ছক্কা, আফগানিস্তানের সেরা বোলার রশিদ খানের বলেই সাতটি! গত ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক অইন মরগানের অবিশ্বাস্য ইনিংসে অবাক ছিলেন তিনি নিজেও। জো রুট বলছেন, মরগানের এই ইনিংস দলের বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

    ৭১ বলে ১৪৮ রানের ইনিংস খেলার পথে মরগান মেরেছেন ১৭টি ছয়। ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এখন মরগানেরই। এই ১৭ ছয়ের ৭টিই মেরেছেন রশিদের বলে। ৯ ওভার বল করে রশিদ দিয়েছেন ১১০ রান, যা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিং। সব মিলিয়ে ইংল্যান্ডের ইনিংসে ছয় ছিল ২৫টি, এটাও রেকর্ড। মরগান ম্যাচের পর বলেছিলেন, ব্যাট হাতে এমন বিধ্বংসী হয়ে উঠবেন সেটা তিনি কল্পনাতেও ভাবেননি!

    রুট অবশ্য মরগানের এমন ইনিংসের প্রত্যাশা আগেই করেছিলেন, ‘এরকমভাবে সে আগেও ব্যাটিং করেছে। নিজে এটায় অবাক হলেও এমন ইনিংস খেলার যোগ্যতা মরগানের বরাবরই ছিল। আসলে কীভাবে এই ইনিংসকে ব্যাখ্যা করব সেটাই ভেবে পাচ্ছি না! রীতিমত অবিশ্বাস্য ব্যাটিং করে একাই ম্যাচটা প্রতিপক্ষের নাগাল থেকে বের করে নিয়ে গেছে সে।’

    মরগানের সাথে ১৮৯ রানের জুটি গড়েছিলেন রুট। এতে রুটের অবদান মাত্র ৪৩! মরগানের ব্যাটিং অন্যদের অনুপ্রাণিত করছে বলেই বিশ্বাস রুটের, ‘সে নিঃস্বার্থভাবে মারকুটে ব্যাটিং করে। এটা দেখে অন্যরা অনেক বেশি অনুপ্রাণিত হয়। মাঠ কিন্তু এতোটাও ছোট ছিল না, এতগুলো ছয় মারা খুবই কঠিন কাজ। দলের অধিনায়ক যদি এমন ফর্মে থাকে সেটা খুবই ইতিবাচক দিক। ড্রেসিংরুমের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে সেদিনের এই ইনিংসের পর।’