• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    রাবাদাকে আইপিএলে খেলতে বারণ করেছিলেন ডু প্লেসি

    রাবাদাকে আইপিএলে খেলতে বারণ করেছিলেন ডু প্লেসি    

    দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপের অন্যতম মূল ভরসা ছিলেন কাগিসো রাবাদা। বিশ্বকাপে এখন পর্যন্ত ‘ফ্লপ’ রাবাদা, ‘ফ্লপ’ প্রোটিয়ারাও। গতকাল লর্ডসে পাকিস্তানের কাছে ৪৯ রানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ফাফ ডু প্লেসির দল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে ডু প্লেসি স্বীকার করলেন, বিশ্বকাপের আগে আইপিএল খেলা উচিত হয়নি রাবাদার মতো গুরুত্বপূর্ণ বোলারের। তিনি ও টিম ম্যানেজমেন্ট রাবাদাকে আইপিএলে খেলতে বারণ করেছিলেন বলেও জানান ডু প্লেসি।

    এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩০৩ ওভার বল করেছেন রাবাদা। এর মাঝে আইপিএলেই করেছেন ৪৭ ওভার। এপ্রিলের শেষ পর্যন্ত ভারতে ছিলেন রাবাদা, দিল্লী ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট। আইপিএলের শেষের দিকে পিঠের ইনজুরির কারণে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন রাবাদা। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে দলে ফিরলেও ইংল্যান্ডে দেখা যায়নি চিরচেনা সেই রাবাদাকে। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে রাবাদার উইকেটসংখ্যা ৫০.৮৩ গড়ে মাত্র ছয়টি।

    ডু প্লেসি জানালেন, বিশ্বকাপের আগে সতেজ থাকার জন্য রাবাদাকে আইপিএলে না খেলার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন তিনি, ‘আমরা চেয়েছিলাম সে যেন এবার আইপিএলে না খেলতে যায় ও বিশ্বকাপের জন্য সতেজ থাকে। যখন সে চলেই গেলো ভারতে, তখনও আমরা ভেবেছি কীভাবে তাকে আগেভাগে ফিরিয়ে আনা যায় দেশে। আইপিএল শুরুর আগে রাবাদা ও অন্য কয়েকজনের সাথে কথা বলেছিলাম আমি। শুধু আইপিএল থেকে বিরতি নয়, অন্য সব খেলা থেকে বিরতি দরকার ছিল বিশ্বকাপের আগে। এই টুর্নামেন্টে রাবাদার গতি অন্য যেকোনো সময়ের চেয়ে কম ছিল। কয়েকজন বোলারের ইনজুরির কারণে রাবাদার ওপর চাপ ও প্রত্যাশা দুটিই বেশি ছিল। সে দারুণ একজন বোলার। আশা করি সে পুরনো রূপে দ্রুতই ফিরবে।' 

    বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হতাশার গল্পটা বজায় থাকল ইংল্যান্ডেও। গ্রুপ পর্ব থেকে প্রোটিয়াদের এমন বিদায়ে কিছুটা লজ্জিত ডু প্লেসি, ‘আমি দলের অধিনায়ক ও সদস্য হিসেবে গর্বিত। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলাটা আমার জন্য গর্বের বিষয়। কিন্তু যেভাবে আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেলাম, সেটা লজ্জাজনক। এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। আমরা চেষ্টা করছি তবে সেটা যথেষ্ট হচ্ছে না। এখন দলের সবাইকে সামনের দিকে তাকাতে হবে। আমি সবার পাশে থাকব, টিম ম্যানেজমেন্টও থাকবে।’