টুইটার যখন সাকিবময়
বাংলাদেশের তিন জয়, সাকিব আল হাসানের তিন ম্যাচসেরা পাফরফরম্যান্স। রানের হিসাবেও এখন পর্যন্ত বিশ্বকাপে সাকিবই সবার ওপরে। ৪৭৬ রানের সঙ্গে ১০ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও আছেন তিনি। সাকিবের সুপারম্যান হয়ে থাকার গল্পটা এতোদিন যতজন জানতেন, এই বিশ্বকাপের পর সেই সংখ্যাটা বেড়ে গেছে কয়েকগুণ। বিশ্বকাপের মতো আসরে এমন অতিমানবী হয়ে উঠলে সেটা তো হবেই। সাকিব বন্দনা তাই চলছে সবখানেই। টুইটারেও টপ ট্রেন্ডিংয়ে অনুমিতভাবেই উঠে এসেছেন তিনি।
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য