• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    দর্শককে দুয়ো বন্ধ করতে বলবেন না মরগান

    দর্শককে দুয়ো বন্ধ করতে বলবেন না মরগান    

    ভারতের বিপক্ষে ম্যাচে স্টিভ স্মিথ যখন দুয়ো শুনেছেন, নিজের সমর্থকদেরই চুপ থাকার ইঙ্গিত করেছিলেন বিরাট কোহলি। কোহলি নিজের এমন আচরণে কুড়িয়েছিলেন প্রশংসাও। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে স্মিথ ও ডেভিড ওয়ার্নার যে সবচেয়ে বেশি দুয়ো শুনবেন, সেটা বলাই বাহুল্য। লর্ডসে আজকের হাই ভোল্টেজ ম্যাচের আগে ইংলিশ অধিনায়ক অইন মরগান সাফ জানিয়ে দিলেন, কোহলির মতো তিনি দর্শককে দুয়ো বন্ধ করতে বলবেন না। 

    বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ইংল্যান্ড বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন স্মিথ-ওয়ার্নার। চিরশত্রু ইংল্যান্ডের মাটিতে দর্শক যে তাদের সেই দুঃস্মৃতিটা বারবার মনে করিয়ে দেবে, সেই আভাস পাওয়া গিয়েছে বিশ্বকাপের শুরু থেকেই। অস্ট্রেলিয়া যত ম্যাচে মাঠে নেমেছে, এক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া প্রায় সব ম্যাচেই দুয়ো শুনতে হয়েছে দুইজনকে। ভারতের বিপক্ষে স্মিথকে ‘চিটার চিটার’ বলায় চটেছিলেন কোহলি। ম্যাচে দুইবার দর্শককে চুপ থাকার ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই আশ্বাস দিয়েছিলেন, তাদের সমর্থকরা স্মিথ-ওয়ার্নারকে দুয়ো দেবেন না। শেষ পর্যন্ত পাকিস্তানের সমর্থকরা সরফরাজের কথার মান রেখেছেন। 

    মরগান অবশ্য সরফরাজের মতো আশ্বাস দিচ্ছেন না। কোহলির মতো দর্শককে চুপও করাতে ইচ্ছুক নন তিনি, ‘দর্শক টাকা দিয়ে টিকেট কেটে খেলা দেখতে আসে। তারা যা ইচ্ছা করতে পারে। সেটায় আমাদের কোন হাত নেই। দুইজন মানুষ যেখানে অপরাধের জন্য শাস্তি পেয়েছে, নিষেধাজ্ঞা কাটিয়ে খেলতে নেমেছে, আপনি আশা করতে পারেন না যে ক্রিকেট দুনিয়ার সবাই তাদের সাদরে গ্রহণ করবে। এটার জন্য সময় লাগবে। আমি সমর্থকদের থেকে কিছু আশা করছি না, তাদের কিছু করতে বারণও করব না। প্রত্যেক দেশের সমর্থকদের আচরণ ভিন্ন হবে। বিশ্বজুড়ে এটাই হয়ে আসছে।’ 

    এদিকে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলছেন, দর্শকের দুয়োতে স্মিথ-ওয়ার্নারের কিছুই যায় আসে না, ‘ক্রিকেটার হিসেবে দর্শক কী বলল সেটা নিয়ে ভাবার মানে নেই। যখন তারা ব্যাটিংয়ে নামবে তখন এসব কিছুই তাদের মাথায় থাকবে না। দর্শকের অল্প কিছু অংশ দুয়ো দিলে তাতে কিছুই যায় আসে না। এটা শুধুই অন্য দশটা আওয়াজের মতো। এখন পর্যন্ত দুয়োতে দলের কারোর ওপর প্রভাব পড়েনি, এটা নিশ্চিতভাবেই আমি বলতে পারি। উল্টো এটা তাদের আরও অনুপ্রেরণা জুগিয়েছে।’