• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    নেইমার, গ্রিযমান যাচ্ছেন বার্সায়; জুভেন্টাসে ডি লিট?

    নেইমার, গ্রিযমান যাচ্ছেন বার্সায়; জুভেন্টাসে ডি লিট?    

    নেইমার, গ্রিযমান দুজনকেই আনছে বার্সা?

    আগামী মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিচ্ছেন আঁতোয়া গ্রিযমান, জানিয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ সিইও গিল মারিন। কাতালান সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, জুলাইয়ের প্রথম সপ্তাহেই গ্রিযমানকে আনছে এর্নেস্তো ভালভার্দের দল। দলে লুইস সুয়ারেজ, লিওনেল মেসিদের সাথে গ্রিযমান আসার পরও থেমে থাকছে না বার্সা। নেইমারের সাথে ব্যক্তিগত চুক্তি সেরে ফেলেছে তারা, এখন অপেক্ষা পিএসজির সাথে সমঝোতার।

    পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই স্পেনে ফেরার দিন গুণছিলেন নেইমার। শুরুতে রিয়াল মাদ্রিদের কথা শোনা গেলেও এখন বার্সাতে ফিরে আসার সম্ভাবনাই বেশি তার। ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, বার্সায় ফেরা নিয়ে নেইমার এতটাই আত্মবিশ্বাসী; বার্সার ফুটবলারদের ওয়াটসঅ্যাপে ফিরে আসার কথাও জানিয়ে রেখেছেন তিনি। ন্যু ক্যাম্পে ফিরতে বেতন কমিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন নেইমার। নতুন চুক্তি হলে বার্সায় সাপ্তাহিক ৪ লাখ ইউরো করে পাবেন- জানিয়েছে স্পোর্ট। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সাথে দ্বন্দ্ব, ফ্রেঞ্চ লিগে প্রতিযোগিতার অভাব, ইউরোপে পিএসজির ব্যর্থতা- সব মিলিয়ে অনেকদিন ধরেই ক্লাব ছাড়তে চাচ্ছিলেন নেইমার; জানিয়েছে লেকিপ। মেসি, সুয়ারেজরাও চান নেইমার আসুক- শোনা যাচ্ছে এমনটাও। সব মিলিয়ে ব্রাজিল ফরোয়ার্ডের ফিরে আসার হয়তো এখন সময়েরই ব্যাপার।

    জুভেন্টাসে যাচ্ছেন ডি লিট?

    বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, লিভারপুল। ডাচ ডিফেন্ডার মাথিয়াস ডি লিটকে দলে নিতে রীতিমত উঠেপড়ে লেগছে ইউরোপের সেরা দলগুলো। কিন্তু তাদের সবাইকে হারিয়ে ডি লিটকে দলে নেওয়ার দৌঁড়ে এগিয়ে গেছে জুভেন্টাস, জানিয়েছে টুট্টোস্পোর্ট।

    ডি লিটের বার্ষিক ১২ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাবে রাজি হতে চায়নি বার্সা, ইউনাইটেড। কিন্তু তাকে ১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি তুরিনের বুড়িরা। নতুন ম্যানেজার মরিজিও সারিও দলে চান ডি লিটকে। ডাচ ডিফেন্ডারের এজেন্ট মিনো রাইওলাও চান অন্য কোথাও নয়, বরং জুভেন্টাসে যোগ দিক ডি লিট। এতে লাভও হবে তার। অন্য যেকোনও ক্লাবের থেকে ডি লিটের চুক্তিতে রাইওলাকে কমিশন বেশি দেবে জুভেন্টাস। ডি লিট নিজেও জুভেন্টাসে যোগ দিতে রাজি থাকায় খুব শীঘই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে তার দলবদলের।

     

     

    এসি মিলানে যাচ্ছেন ডি রসি?

    ১৮ বছর রোমায় থাকার পর গত মৌসুমে স্তাদিও অলিম্পিকোকে বিদায় জানিয়েছেন ইতালিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি। পরিবারের কথা চিন্তা করেই ইতালিতেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাপোষণ করেছিলেন রোমার সাবেক অধিনায়ক। গাজেত্তা দেল্লো স্পোর্ট জানিয়েছে, ডি রসির সেই ইচ্ছাই সত্যি হতে পারে এখন। ডি রসিকে দলে নিতে চায় এসি মিলান, রোমার প্রতিদ্বন্দ্বীদের দলে যোগ দিতে আপত্তি নেই ডি রসিরও।

    ইতালির সাবেক মিডফিল্ডারকে এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে মিলান। এরপর ডি রসি অবসর নিলে 'রোজ্জোনেরি'দের বোর্ড ম্যানেজমেন্টেও তাকে দায়িত্ব দেওয়ার ইচ্ছা আছে মিলানের।

    ফার্নান্দেজকে চায় ইউনাইটেড?

    গত মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে নজর কেড়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ, জায়গা করে নিয়েছেন পর্তুগাল জাতীয় দলেও। ম্যনচেস্টার সিটির নাম শোনা গেলেও ফার্নান্দেজকে দলে নিতে এখন এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, জানিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম ও বোলা। 

    ফার্নান্দেজকে দলে নিতেও রীতিমত উঠেপড়ে লেগেছেন ম্যানেজার ওলে-গানার সোলশার। ফার্নান্দেজকে দলে নিতে ইউনাইটেডের দলবদলের প্রধান এড উডওয়ার্ডকে সম্ভাব্য সবকিছু করার অনুরোধ করেছেন ওলে। ফার্নান্দেজ নিজেও সিটির নয়, যোগ দিতে চান ইউনাইটেডে; জানিয়েছে ডেইলি মেইল।

    সানচোকে চায় ইউনাইটেড?

    ফরোয়ার্ডদের ব্যর্থতার কারণে ২০১৮-১৯ মৌসুমে বেশ ভুগতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। নতুন মৌসুম শুরুর আগে তাই ফরোয়ার্ড লাইন শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে নেমেছেন সোলশার। বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ ফরোয়ার্ড জেডন সানচোকে দলে নিতে চায় ইউনাইটেড, জানিয়েছে স্কাই স্পোর্টস। 

    কিন্তু সানচোকে কোনওভাবেই ছাড়তে চায় না ডর্টমুন্ড, জানিয়েছে বিল্ড। তবে হাল ছাড়ছে না ইউনাইটেড। সানচোর জন্য ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি ইউনাইটেড। ইংলিশ হওয়ায় প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছা আছে সানচোর নিজেরও। তবে ডর্টমুন্ডের সাথে সমঝোতায় আসতে হয়তো বেশ কাঠখড়ই পোড়াতে হবে 'রেড ডেভিল'দের।