• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অবশেষে একজন রাইটব্যাক দলে ভেড়াল ম্যান ইউনাইটেড

    অবশেষে একজন রাইটব্যাক দলে ভেড়াল ম্যান ইউনাইটেড    

    রক্ষণে রাইটব্যাকের অভাবটা গত মৌসুমে দারুণ ভুগিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। আন্টোনিও ভ্যালেন্সিয়া ক্লাব ছাড়ায় ডিফেন্ডার কিনতে উঠেপড়ে লেগেছিলেন ম্যানেজার ওলে গানার সোলশার। অবশেষে একজন রাইটব্যাক দলে ভিড়িয়েছে ইউনাইটেড। ৬০ মিলিয়ন ইউরো ক্রিস্টাল প্যালেস রাইটব্যাক অ্যারন ওয়ান-বিসাকাকে দলে নিয়েছে ইউনাইটেড। পাঁচ বছরের জন্য তাকে ওল্ড ট্রাফোর্ডে এনেছে 'রেড ডেভিল'রা।

     

     

    গত মৌসুমে ক্রিস্টাল প্যালেসের হয়ে নজর কেড়েছিলেন ওয়ান-বিসাকা। বর্তমানে অনূর্ধ্ব-২১ ইউরোতে ইংল্যান্ডের হয়ে খেলছেন তিনি। ওয়ান-বিসাকার জন্য প্যালেসকে আপাতত ৫৫ মিলিয়ন ইউরো দিয়েছে ইউনাইটেড, চুক্তির অন্যান্য বিষয়াদি মিলিয়ে খরচ হবে আরও ৫ মিলিয়ন ইউরো। ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলারদের তালিকায় পাঁচ নম্বরে এখন ওয়ান-বিসাকা। 

    ছেলেবেলা থেকেই ইউনাইটেড সমর্থক ছিলেন ওয়ান-বিসাকা। প্রিয় ক্লাবে যোগ দিতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত তিনি, "ইউনাইটেড ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকেই আমি তাদের ভক্ত। প্রিয় দলে যোগ দিতে পারাটা আমার জন্য দারুণ সম্মানের।" ওয়ান-বিসাকাকে দলে নিতে পেরে খুশি সোলশার নিজেও, "অ্যারন প্রিমিয়ার লিগের উঠতি ডিফেন্ডারদের মধ্যে অন্যতম সেরা। আশা করি ইউনাইটেডে নিজের সামর্থ্যের জানান দিবে সে।"