• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ঝুঁকি নিয়েই রয়-আর্চারকে খেলাবে ইংল্যান্ড?

    ঝুঁকি নিয়েই রয়-আর্চারকে খেলাবে ইংল্যান্ড?    

    অন্য দশটা ম্যাচে হয়ত এমন ঝুঁকি নেওয়ার কথা ভাবতেন না অইন মরগান। কিন্তু ম্যাচটা যখন বিশ্বকাপে টিকে থাকার লড়াই, তখন বাধ্য হয়েই কঠিন সিদ্ধান্তটা নিতেই হচ্ছে ইংল্যান্ড অধিনায়ককে। ভারতের বিপক্ষে আজকের ম্যাচে ইংলিশ একাদশে থাকার সম্ভাবনা আছে ইনজুরিতে থাকা জেসন রয় ও জফরা আর্চারের। মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরগান বলছেন, শতভাগ ফিট না থাকলেও দলের স্বার্থে মাঠে নামতে পারেন রয়-আর্চার। 

    এখন পর্যন্ত ইংল্যান্ডের তিনটি ম্যাচ মিস করেছেন রয়। এর মাঝে দুটিতেই হেরেছে ইংলিশরা। রয়ের বদলি হিসেবে খেলা জেমস ভিন্স তিন ম্যাচে করেছেন মাত্র ৪০ রান। অন্যদিকে আর্চার ম্যাচ মিস না করলেও গত ম্যাচে বোলিংয়ের সময়ও কোমরের নিচের ভাগে ব্যথা অনুভব করছিলেন। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গত শুক্রবার অনুশীলনে বোলিংও করেননি তিনি। 

    মরগান জানিয়েছেন, যদি দীর্ঘমেয়াদি ঝুঁকি না থাকে, তাহলে দলের এমন বিপদের মুহূর্তে ইনজুরি নিয়েই খেলবেন রয়-আর্চার, ‘রয় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি এই ম্যাচে খেললে তাকে দীর্ঘ সময় মাঠে বাইরে থাকতে হয়, তাহলে হয়ত তাকে নামানো হবে না। কিন্তু সেটা যদি কয়েক সপ্তাহের জন্য হয়, তাহলে সে খেলবে। একই ঘটনা আর্চারের বেলায়ও। যদি তাকে খেলানো দীর্ঘমেয়াদি ঝুঁকি হয়, তাহলে একাদশে রাখা হয়ে না তাকে।’ 

    রয়ের উপস্থিতি ইংলিশ একাদশের চেহারাই পাল্টে দেয়, মানছেন মরগান, ‘রয়ের ব্যাটিংয়ের দুটি ধরন আছে। সে আক্রমণাত্মক খেলার পাশাপাশি খুব বুদ্ধিদীপ্ত ব্যাটিংও করে। তার মতো ব্যাটসম্যানকে হারিয়ে আমরা অনেক বেশি ভুগেছি গত কয়েক ম্যাচে।’ 

    ভারতের সাথে ম্যাচে এজবাস্টনে ব্যাটিং সহায়ক পিচই চান মরগান, ‘আমরা সবসময়ই ব্যাটিং সহায়ক পিচে খেলতে চাই। আমাদের ব্যাটিং লাইনআপ অনেক লম্বা ও শক্তিশালী। এই ক্ষেত্রটায় আমরা বেশি আত্মবিশ্বাসী। সবাই এটা জানে। তবে পিচ যেমনই হোক, সেটার সাথে মানিয়ে নিতে হবে। আমরা সেটা করতে পারিনি। দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে বিশ্বকাপে এটা মানিয়ে নেওয়াটাই আসল চ্যালেঞ্জ। আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে পিচের সাথে মানিয়ে নিয়ে।’