• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    শ্রীলংকার কোচই থাকতে চান হাথুরু

    শ্রীলংকার কোচই থাকতে চান হাথুরু    

    বিশ্বকাপে নয় ম্যাচে মাত্র তিনটিতে জয়। দিমুথ করুনারত্নের শ্রীলংকা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপ থেকে এমন বিদায়ের পর গুঞ্জন উঠেছে, দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আর এই পদে দেখা যাবে না। ইংল্যান্ড থেকে শ্রীলংকা ফেরার পর হাথুরু অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত লংকানদের কোচই থাকতে চান তিনি। 

    দেড় বছর আগে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলংকার কোচ হয়েছিলেন হাথুরু। এই সময়টায় বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন তিনি। বিশেষ করে লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো সিনিয়র ক্রিকেটারদের সাথে তাঁর দ্বন্দ্বটা ছিল চোখে পড়ার মতো। বোর্ডের সাথেও তাঁর সম্পর্কের অবনতি ঘটেছে, বাদ পড়েছেন নির্বাচক কমিটি থেকেও। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর হাথুরুসহ পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করতে পারে লংকান বোর্ড, গুঞ্জন উঠেছে এমনটাই। 

    হাথুরুর সাথে আরও প্রায় দেড় বছর চুক্তি আছে শ্রীলংকার। কলম্বোতে ফিরে তিনি জানালেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যেতে চান না তিনি, ‘এখনো চুক্তির ১৬ মাস বাকি। চুক্তি শেষ হওয়া পর্যন্ত আমি শ্রীলংকার কোচ থাকতে চাই।’ 

    বিশ্বকাপের ব্যর্থতার দায় শুধু নিজের কাঁধেই নিতে চান না হাথুরু, ‘যা হয়েছে বিশ্বকাপে, সেটার জন্য সবাই দায়ী। আমরা আর ভালো খেলার আশা করেছিলাম। সামনের দিনগুলোতে পারফরম্যান্স কেমন হবে, সেটা নিয়ে দলকে ভাবতে হবে। ভুল থেকে শিখতেও হবে। আমি কিন্তু আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাই করেছি।’