• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    শ্রীলংকায় না যাওয়ার ব্যাপারে কিছু বলেননি মাশরাফি

    শ্রীলংকায় না যাওয়ার ব্যাপারে কিছু বলেননি মাশরাফি    

    প্রায় দুই মাসের সফর শেষে ইংল্যান্ড থেকে বাংলাদেশ দল ফিরেছে দিন পাঁচেক হলো। তবে এর মধ্যেই একটু একটু করে শুরু হয়ে যাচ্ছে শ্রীলংকা সফরের তোড়জোর। জুলাইয়ের শেষ সপ্তাহেই তিন ওয়ানডের সিরিজ খেলতে শ্রীলংকা যাবে বাংলাদেশ। সেখানে চোট বাধা না দিলে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজারই যাওয়ার কথা বলে আজ মিরপুরে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। লিটন দাস যে ছুটি চেয়েছেন সেটাও নিশ্চিত করেছেন।

    বিশ্বকাপে আট নম্বর হয়ে হতাশা নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ। তবে সেটা নিয়ে পড়ে থাকার সুযোগও নেই। শুরু হয়ে যাচ্ছে শ্রীলংকা সিরিজের প্রস্তুতি। মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহদের চোট নিয়ে দুশ্চিন্তা থাকলেও সেটা না খেলার মতো গুরুতর নয় বলে মনে করছেন হাবিবুল, ‘একটা লম্বা সফর করে এসেছে দল, একটা বিশ্রাম দরকার ছিল। সেটা পেয়েছে সবাই। আমার মনে হয় শ্রীলংকা সফরের আগে সবার বিশ্রাম দরকার ছিল। সেটা কাজে আসবে। কয়েকজনের চোট আছে, সেগুলার রিপোর্ট পাইনি হাতে। মুশফিক, মাশরাফি, মাহমুদউল্লাহর চোট আছে। তবে আমি যতদূর জানি, তাদের না খেলার কারণ নেই। এখনও রিপোর্ট হাতে পাইনি। বিশ্বকাপের পর এই সিরিজটা নতুন করে শুরু দরকার আমাদের, আশা করি সবাইকে সুস্থ পাব।’

    কিন্তু মাশরাফির ফিটনেস নিয়ে সংশয় ছিল। বিশ্বকাপের শেষে হ্যামস্ট্রিংয়ের সমস্যাটা বড় হয়েই দেখা দিয়েছিল। হাবিবুল অবশ্য খুব বেশি ভাবছেন না এ নিয়ে, ‘আমার মনে হয় মাশরাফির ফিটনেস ঠিক আছে। আমার মনে হয় এটা নিজের ওপর একটা টেস্ট দিতে হবে। একটু চিন্তা অবশ্যই আছে। একটু সময় পেয়েছে রিকভার করার, শ্রীলংকা সফরের আগে ঠিক হয়ে ওঠার কথা। এখন পর্যন্ত খেলবে না এরকম কিছু সে বলেনি।’

    লিটন ছুটি চেয়েছেন, সেটাও বলে। তবে সাকিবের ছুটি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারলেন না,  ‘ লিটন আমাদের কাছে ছুটি চেয়েছে, বিয়ে করছে ও। সাকিব সম্ভবত আগে ছুটি নিয়েছিল, এটা এখনও নিশ্চিত নয়। সাকিব পারবে কি পারবে কি না এটা চূড়ান্ত নয়। আমাদের দুটি অপশন রাখতে বলা হয়েছে। এটা নিয়ে আমরা বসছি।’