• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    সেমিতে হেরেই দেশে ফিরছেন মুমিনুলরা

    সেমিতে হেরেই দেশে ফিরছেন মুমিনুলরা    

    বিসিবি একাদশ ৩৩৪ অলআউট ও ৫০ অলআউট

    ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ ২৫৭ ও ২৩১/৩

    ফলঃ ছত্তিশগড় ৭ উইকেটে জয়ী


     

    ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে শেষ দিনে ২২৮ রানের মধ্যে ছত্তিশগড়কে বেঁধে ফেলতে হতো বিসিবি একাদশকে। কিন্তু সেটা করতে পারেনি তারা, দুই সেশনে মাত্র ৩ উইকেট হারিয়েই হেসেখেলে লক্ষ্যটা পেরিয়ে গেছে ছত্তিশগড়। ৭ উইকেটের হারে কর্ণাটকে কে থিম্মপিয়ায় মেমোরিয়াল টুর্নামেন্টে সেমি থেকে বিদায় নিয়েই তাই দেশে ফিরতে হচ্ছে মুমিনুলদের।

    শেষ দিনে ২২৮ রানের লক্ষ্যটা একদম ছোট ছিল না। কিন্তু সেটা তাড়া করে দুই ওপেনার রিশাভ তিওয়ারি ও জিভানজত সিং এনে দেন দারুণ সূচনা। দুজন মিলে শুরুতে যোগ করেন ৯৬ রান, এরপর তিওয়ারিকে আউট করে জুটিটা ভাঙেন অধিনায়ক মুমিনুল নিজেই। ৯৯ রানে আরেক পার্ট টাইমার নাজমুল হোসেন শান্তর বলে জিভানজত ফিরলে আরেকটু আশা পায় বিসিবি একাদশ।

     এরপর এবাদত হোসেনের বলে ফিরে যান অভনিশ সিং, ১৪৫ রানে ৩ উইকেট তুলে নেয় বিসিবি একাদশ। কিন্তু আমানদীপ খারে ও শশাংক মিলে আর কোনো বিপদ হতে দেননি। দুজনের অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি দুই সেশন শেষেই ৭ উইকেটের জয় এনে দেয় ছত্তিশগড়কে।