• লা লিগা
  • " />

     

    এইবার কুকুরেয়াকে ফিরিয়ে আনল বার্সেলোনা

    এইবার কুকুরেয়াকে ফিরিয়ে আনল বার্সেলোনা    

    এইবার থেকে স্প্যানিশ লেফটব্যাক মার্ক কুকুরেয়াকে ফিরিয়ে এনেছে বার্সেলোনা। ২০১৭-১৮ মৌসুম শেষে ২০১৮-১৯ মৌসুমের জন্য এইবারে ধারে পাঠিয়েছিল কাতালানরা। নিজেকে প্রমাণ করায় এক মৌসুম পরই ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ফেরত নিয়েছে এর্নেস্তো ভালভার্দের দল।

     

     

    বার্সায় ফিরলেও অবশ্য কুকুরেয়ার ভবিষ্যৎ নিশ্চিত নয় এখনও। মার্কা জানিয়েছে, রিয়াল বেটিস লেফটব্যাক জুনিয়র ফিরপোকে দলে নিতে চাচ্ছে বার্সা। ফিরপোকে দলে নেওয়ার জন্য তাই হয়তো কুকুরেয়াকেও ব্যবহার করতে পারে বার্সা। সর্বোচ্চ পর্যায়ে অভিজ্ঞতার অর্জনের জন্যই তাকে ধারে পাঠিয়েছিল কাতালানরা। কাজটা ঠিকই কাজে লাগিয়েছেন তিনি।

    এইবারের হয়ে গত মৌসুমে মোট ৩৩ ম্যাচ খেলেছিলেন কুকুরেয়া, গোল করেছেন ১টি। কিন্তু গোল করানো, রক্ষণে ধারাবাহিকতা দিয়ে ইউরোপের অনেক বড় ক্লাবেরই নজর কেড়েছিলেন তিনি। নিজেদের মাঠ ইপুরুয়াতে গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছিল এইবার, ম্যাচসেরা হয়েছিলেন কুকুরেয়া। ২০১৭-১৮ মৌসুমের আগের দুই বছর বার্সার বিভিন্ন বয়সভিত্তিক দলে মত ৫৪ ম্যাচ খেলেছিলেন তিনি। ২০১৭ সালের ২৪ অক্টোবর রিয়াল মুর্সিয়ার বিপক্ষে কোপা ডেল রে-র ম্যাচে বার্সার মূল দলে অভিষেক হয়েছিল কুকুরেয়ার।