• লা লিগা
  • " />

     

    বেল যত তাড়াতাড়ি ক্লাব ছাড়ে সবার জন্যই ভালো: জিদান

    বেল যত তাড়াতাড়ি ক্লাব ছাড়ে সবার জন্যই ভালো: জিদান    

    গ্যারেথ বেল যে রিয়াল মাদ্রিদে খুব বেশিদিন থাকছেন না, সেটার আভাস পাওয়া যাচ্ছিল গত মৌসুম থেকেই। নতুন মৌসুমে বেল রিয়ালের হয়ে খেলবেন কিনা, সেই ব্যাপারটা নিয়ে ছিল ধোঁয়াশা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর রিয়াল কোচ জিনেদিন জিদান নিজেই জানিয়ে দিলেন, রিয়ালকে বিদায় বলার দ্বারপ্রান্তে আছেন বেল। জিদানও আরও বলেন, বেল যত তাড়াতাড়ি রিয়াল ছাড়বেন সবার জন্যই সেটা ভালো হবে।

    বায়ার্নের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে ছিলেন না বেল। মূল দলের প্রায় সবাই এই ম্যাচে খেললেও বেল কেনো নেই, ম্যাচ শেষে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জিদান বলেছেন, ‘বেল এই ম্যাচে খেলেনি কারণ সে রিয়াল ছাড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আশা করছি সে খুব দ্রুতই ক্লাব ছাড়বে। এটাই সবার জন্য ভালো হয়। আমরা তাঁকে বিক্রির ব্যাপারে অন্য দলের সাথে কথা বলছি।’

    বেলের সাথে ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নেই, জানালেন জিদান, ‘তাঁর সাথে ব্যক্তিগত কোন মতবিরোধ নেই। কিন্তু এমন একটা সময় আসে যখন কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমাকে সিদ্ধান্তটা নিতেই হচ্ছে। আমাদের দলে পরিবর্তন আনতে হবে। এই সিদ্ধান্তটা কোচ ও ফুটবলার দুই পক্ষেরই। আগামী দুই-একদিনের মাঝে পরিবর্তনটা আসবে কিনা জানি না, কিন্তু দ্রুতই আসবে। এটাই সবার জন্য ভালো।’ 

    রিয়ালের সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি আছে বেলের। শোনা যাচ্ছে, বেলকে ৫০ থেকে ৬০ মিলিয়ন ইউরোতে টটেনহামের কাছে বিক্রি করবে রিয়াল। চুক্তির তিন বছর বাকি থাকায় বেলকে আরও বাড়তি ২৫ মিলিয়ন ইউরো দিতে পারে রিয়াল।