• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ২০১৯-২০ প্রাক-মৌসুম ফিক্সচার: কার খেলা কবে?

    ২০১৯-২০ প্রাক-মৌসুম ফিক্সচার: কার খেলা কবে?    

    ২০১৯-২০ মৌসুমের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রাক-মৌসুম শুরু করে দিয়েছে ইউরোপের বড় ক্লাবগুলো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে খেলছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেডের মত দলগুলো। ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে চীন, ইংল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর, ওয়েলস এবং যুক্তরাষ্ট্রে।

     

     

    নিজেদের প্রথম প্রীতি ম্যাচে জাপানের সাইতামা স্টেডিয়ামে চেলসির মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর যুক্তরাষ্ট্রে যাবে তারা। কিন্তু রিয়াল বা অন্যান্যদের মত চ্যাম্পিয়নস কাপ নয়; প্রীতি ম্যাচ খেলতেই সেখানে যাবে এর্নেস্তো ভালভার্দের দল। ন্যু ক্যাম্পে হুয়ান গাম্পার ট্রফির ফাইনাল খেলবে আর্সেনালের সাথে, এই মাঠে খেলতে আসবে ভিসেল কোবে; যেখানে খেলেন বার্সার সাবেক দুই ফুটবলার দাভিদ ভিয়া এবং আন্দ্রেস ইনিয়েস্তা। 

    প্রীতি ম্যাচ খেলতে চীনে যাবে প্যারিস সেইন্ট জার্মেই। তবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের স্কোয়াডে নেইমারের থাকছেন কি না, সে ব্যাপারে জানা যায়নি কিছু। ইউরোপের অন্যান্যদের মত যুক্তরাষ্ট্রে যাবে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুলও।