দলবদলের সর্বশেষ: নেইমারকে নিতে বেলকে ছাড়ছে রিয়াল?
নেইমারকে নিতে বেলকে ছাড়ছে রিয়াল?
গ্যারেথ বেলকে ছাড়তে অনেকদিন ধরেই রীতিমত উঠেপড়ে লেগেছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ঠিকই রিয়াল ছাড়ছেন বেল, জানিয়েছেন ম্যানেজার জিনেদিন জিদান। বার্সেলোনা আবার নেইমারকে ফিরিয়ে নেওয়ার সম্ভাব্য সব চেষ্টাই করছে, জানিয়েছে স্পোর্ট। নেইমারের দলবদলে কাহিনী হঠাৎ করেই নিল নতুন বাঁক। লেকিপ জানিয়েছে, বেলের সাথে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিলে নেইমারকে রিয়ালের কাছে ছাড়তে রাজি পিএসজি।
লেকিপের সাথে একমত পোষণ করছে মার্কা। স্প্যানিশ সংবাদপত্র জানিয়েছে, পিএসজির প্রস্তাবটা ভেবে দেখছে রিয়াল। এডেন হ্যাজার্ড, লুকা ইয়োভিচদের দলে ভেড়ানোর পর এতদিন পল পগবার পেছনেই ছিল রিয়াল। কিন্তু এখন বেলের ক্লাব ছাড়া সময়ের ব্যাপার মনে হওয়ায় নেইমারের ব্যাপারে আবারও ভাবছে রিয়াল। মার্কা আরও জানিয়েছে, তাকেফুসা কুবোর পর নেইমারকে বার্সার বদলে রিয়ালে নিয়ে আসতে পারার ব্যাপারটি নৈতিক বিজয় হিসেবেই দেখছে রিয়ালের হর্তাকর্তারা। এখনও নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও বেল এবং নেইমারের ব্যাপারে পিএসজির সাথে শীঘ্রই কথা বলবে রিয়াল, জানিয়েছে এএস।
আলাবাকে চায় বার্সা?
লেফটব্যাক পজিশন নিয়েই গত মৌসুম দুয়েক নিয়েই বেশ ভুগতে হয়েছে বার্সাকে। গত সপ্তাহে মার্ক কুকুরেয়াকে ফেরত আনলেও তাকে গেটাফেতে ধারে পাঠিয়ে দিয়েছে কাতালানরা। রিয়াল বেটিস লেফটব্যাক জুনিয়র ফিরপোর দিকে চোখ থাকলেও বেটিসের আকাশচুম্বী ট্রানফসার ফি-এর জন্য সরে এসেছে বার্সা, জানিয়েছে মুন্ডো দেপোর্তিভো। কাতালানা সংবাদপত্র আরও জানিয়েছে, ফিরপোর বদলে এবার বায়ার্নের লেফটব্যাক ডেভিড আলাবাকে দলে নিতে চায় এর্নেস্তো ভালভার্দের দল।
গত মৌসুম শেষে আলাবা নিজেও বায়ার্নের পর নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ২০১৯-২০ মৌসুম শুরুর মাত্র সপ্তাহ চারেক বাকি থাকতেও চুক্তি নবায়ন করেননি অস্ট্রিয়ান লেফটব্যাক। আলাবার চুক্তি নবায়নে অপারগতাই আশা দেখাচ্ছে বার্সা, জানিয়েছে স্পোর্ট। আলাবার সাথে বার্সার ডিরেক্টর পেপ সেগুরা গত মাসে দেখাও করেছিলেন ব্যক্তিগতভাবে। শেষমেশ জর্দি অ্যালবার 'আন্ডারস্টাডি' হিসেবে আগামী মৌসুমে হয়তো আলিয়াঞ্জ অ্যারেনার বদলে ন্যু ক্যাম্পেই দেখা যেতে পারে আলাবাকে।
ইউনাইটেডেই থাকছেন ডি গেয়া?
গত মৌসুম খুব একটা ভাল যায়নি তার। ২০১৮-১৯ শেষেই ডেভিড ডি গেয়ার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন আবারও ডালপালা ছড়াচ্ছিল। তাকে দলে নিতে বিশ্বরেকর্ড গড়ার কথাও জানিয়েছিল পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত হয়তো ইউনাইটেডেই থেকে যাচ্ছেন তিনি। মিরর জানিয়েছে, ইউনাইটেডের সাথে ছয় বছরের জন্য চুক্তিতে রাজি হয়েছেন ডি গেয়া। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে শীঘ্রই।
মিরর আরও জানিয়েছে, নতুন চুক্তি সই করলে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া গোলরক্ষক হবেন ডি গেয়া। নতুন চুক্তি অনুযায়ী বছরে প্রায় ২২ মিলিয়ন ইউরো করে পাবেন ডি গেয়া। স্প্যানিশ গোলরক্ষক ক্লাব ছাড়তে চাইলেও 'রেড ডেভিল'দের নতুন প্রস্তাবে রাজি হয়েছেন তিনি, জানিয়েছে ডেইলি মেইল।
রোমায় যাচ্ছেন হিগুয়াইন?
ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে আসার পরই তাকে চেলসিতে ধারে পাঠিয়ে দিয়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। গত মৌসুমও চেলসিতে ধারে কাটানোর পর এবার জুভেন্টাসে ফিরেছেন গঞ্জালো হিগুয়াইন। কিন্তু মরিজিও সারি তুরিনের বুড়িদের ম্যানেজার হয়ে আসলেও জুভেন্টাসে থাকা হচ্ছে না হিগুয়াইনের, জানিয়েছে টুট্টোস্পোর্ট। জুভেন্টাস ছেড়ে রোমায় যোগ দিচ্ছেন 'এল পিপিতা', জানিয়েছে তারা।
ড্যানিয়েল ডি রসির পর রোমা ছেড়ে ইন্টার মিলানে যোগ দিচ্ছেন এডিন জেকো, শোনা যাচ্ছিল এমনটাই। জেকো এখনও রোমা না ছাড়লেও তার বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছে রোমা। জেকোর বদলে হিগুয়াইনকেই প্রথম পছন্দ জিয়ালোরসিদের, জানিয়েছে গাজেত্তা দেল স্পোর্ট। সারি অবশ্য বলেছিলেন, হিগুয়াইনকে জুভেন্টাসেই দেখতে চান তিনি। কিন্তু শেষ পর্যন্ত হয়তো ঠিক পুনর্মিলনটা হচ্ছে না সারি-হিগুয়াইনের।
আর্সেনালেই আসছেন সালিবা?
২০১৮-১৯ মৌসুমে সেইন্ট এটিয়েনের হয়ে নজর কেড়েছিলেন তিনি, ছিলেন ফ্রেঞ্চলিগের সেরা প্রতিভাধর তরুণ একাদশেও। গত মৌসুম শেষ হতেই ফ্রেঞ্চ ডিফেন্ডার উইলিয়াম সালিবাকে দলে নিতে উঠেপড়ে লেগেছিল ইউরোপের বড় দলগুলো। দ্য গার্ডিয়ান জানিয়েছে, সালিবাকে দলে নেওয়ার দৌঁড়ে এগিয়ে আছে আর্সেনাল। ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নিচ্ছে গানাররা, জানিয়েছে তারা।
সালিবাকে দলে নেওয়ার রেসে শেষ পর্যন্ত ছিল দুই লন্ডন ক্লাব আর্সেনাল এবং টটেনহাম হটস্পার। গার্ডিয়ান জানিয়েছে, স্পার্স বেশি বেতনের প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত আর্সেনালকেই বেছে নিয়েছেন সালিবা। এমেরি ব্যাপারটি কৌশলে এড়িয়ে গেলেও গার্ডিয়ান জানিয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসছে সালিবার আর্সেনালে যোগ দেওয়ার।