• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই বিদায় বলছেন মালিঙ্গা

    বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই বিদায় বলছেন মালিঙ্গা    

    গুঞ্জনটা শোনা যাচ্ছিল বিশ্বকাপের পর থেকেই। অবসরে যাওয়ার খবরটা অবশ্য এবার মালিঙ্গা নিজেই জানালেন। তবে বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজ নয়, প্রথম ম্যাচ খেলেই ওয়ানডেকে বিদায় বলছেন এই লংকান পেসার। নিজের স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় মালিঙ্গা জানিয়েছেন, ২৬ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামেই হবে তাঁর শেষ ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচে মাঠে এসে তাঁকে সমর্থন জানাতে শ্রীলংকার ক্রিকেট ভক্তদের বিশেষভাবে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। 

    বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের সবকয়টি ওয়ানডেতেই দলে আছেন মালিঙ্গা। গতকাল লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে সাংবাদিকদের জানিয়েছিলেন, মালিঙ্গা তাঁকে অবসরের কথা জানিয়েছেন, ‘সে প্রথম ম্যাচটা খেলেই অবসরে যাবে। এটা সে আমাকে বলেছে। আমি জানি না এটা নির্বাচকরা জানেন কিনা। এই সিরিজে সে একটা ম্যাচই খেলছে শুধু।’

    করুনারত্নের এমন কথার পর মালিঙ্গা তাঁর স্ত্রী তানিয়ার ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন, ২৬ জুলাই প্রেমাদাসাতেই শেষবারের মতো ওয়ানডে খেলতে নামছেন তিনি। লংকান সমর্থকরা যেন মাঠে এসে তাঁকে বিদায় জানান, সেই আহবানও করেছেন মালিঙ্গা। 

    ২০০৪ সালে আরব আমিরাতের বিপক্ষে অভিষেক হয়েছিল মালিঙ্গার। শ্রীলংকার হয়ে তিনি খেলেছেন ২২৫টি ওয়ানডে। ওয়ানডেতে শ্রীলংকার হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি(৩৩৫ উইকেট)। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তিনি লংকানদের সর্বোচ্চ উইকেটশিকারি, ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।