প্রস্তুতি ম্যাচে চেলসির কাছে হারল বার্সা
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে চেলসির কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। জাপানে তিন ক্লাবের রাকুটেন কাপ এটি ছিল বার্সার প্রথম ম্যাচ, ছিল চেলসির নতুন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডেরও প্রথম কোনো বড় দলের বিপক্ষে ম্যাচ। তবে ল্যাম্পার্ডই সফল হয়েছে শেষ পর্যন্ত।
ট্যামি আব্রাহাম ও রস বার্কলি দুই অর্ধে দুই গোল করে এগিয়ে নিয়েছিলেন চেলসিকে। ৯০ মিনিটের পরে গিয়ে ইভান রাকিটিচ এক গোল শোধ করেন বার্সার হয়ে। ব্লুজরা ম্যাচে প্রথমবারের মতো লিড নিয়েছিল ৩৪ মিনিটে। সার্জিও বুস্কেটস নিজের ডিবক্সের সামনে বল হারিয়েছিলেন জর্জিনিয়োর কাছে। সেখান থেকে বল পেয়ে যান আব্রাহাম। মার্ক আন্দ্রে টের স্টেগানের সাথে ওয়ান অন ওয়ানে এরপর বাকি কাজটা সেরেছেন তিনি।
আব্রাহাম অবশ্য এর আগে দারুণ একটি সুযোগ নষ্ট করেছেন। ক্রিশ্চিয়ান পুলিসিচ নেমেছিলেন অ্যাটাকিং মিডফিল্ডের বামদিকে। তাঁর শট প্রথমে টের স্টেগান ঠেকিয়ে দিলেও গোল থেকে মাত্র কয়েক গজ দূরে থেকেও ফাঁকা বারে আব্রাহাম বল মেরেছিলেন আকাশে উড়িয়ে।
পুলিসিচের মতো বার্সার হয়ে অভিষেক হয়েছে আন্টোয়ান গ্রিযমানেরও। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ফিলিপ কুতিনিয়োরা ছিলেন না। তবে ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল বার্সাই। কর্নার থেকে গ্রিযমানের ফ্লিক থেকে গোলের সামনে বল পেয়েছিলেন অরিয়ল বুস্কেটস। কিন্তু হেড করেছেন ওপর দিয়ে। দুই মিনিটেই তাই আর গোল পাওয়া হয়নি বার্সার।
গ্রিযমানের সঙ্গে নেমেছিলেন উসমান ডেম্বেলে। প্রথমার্ধে বার্সার সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। আর গ্রিযমান শুরুটা ভালো করলেও বদলি হয়ে মাঠ ছাড়ার আগে তেমন একটা সুবিধা করতে পারেননি। প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে একবার গোলে শট করার চেষ্টা করেছিলেন, কিন্তু অন টার্গেটে রাখতে পারেননি শট। এর আগে একবার জর্জিনিয়োর সঙ্গে মিডফিল্ডেবল দখল করতে গিয়ে ব্যাথা পেয়েছিলেন। বেশিক্ষণ অবশ্য দুশিন্তায় পড়তে হয়নি বার্সার ডাগ আউটকে। কিছুক্ষণ পরই আবার মাঠে ফিরেছিলেন ১২০ মিলিয়ন ইউরোতে কয়েকদিন আগে বার্সায় যোগ দেওয়া গ্রিযমান।
তবে খেলা নিয়ন্ত্রণ করলেও প্রথমার্ধে সেভাবে চেলসির রক্ষণ ভাঙতে সমর্থ হয়নি বার্সা। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আনেন বার্সা কোচ এর্নেস্তো ভালভার্দে। এদের মধ্যে ছিলেন রাফিনহা। তিনি বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলেন প্রথম বিশ মিনিটে। তরুণ কার্লোস পেরেজও নজর কেড়েছেন বার্সার হয়ে।
৭২ মিনিটে অবশ্য আরেকবার পিছিয়ে যায় বার্সা। দারুণ এক দলগত অ্যাটাকে ফিনিশটা করেন রস বার্কলি। ২০ গজ দূর থেকে বাম পায়ের শটে নেতোকে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার। বার্সা সমর্থকেরা অবশ্য একেবারে খালি হাতে ফেরেননি মাঠ থেকে। ৯১ মিনিটে বদলি রাকিটিচ ডিবক্সের ঠিক বাইরে ম্যালকমের দেওয়া পাস রিসিভ করেন। দারুণ প্রথম টাচের পর দূরপাল্লার চমৎকার এক শটে গোল করেন ক্রোয়াট মিডফিল্ডার।
রাকুটেন কাপে বার্সার পরবর্তী ম্যাচ আন্দ্রেস ইনিয়েস্তার দল ভিসেল কোবের বিপক্ষে।