• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    সাকিবের অভাব পূরণ করা নিয়ে ভাবছেন না মিঠুন

    সাকিবের অভাব পূরণ করা নিয়ে ভাবছেন না মিঠুন    

    লিটন নেই, মাশরাফি-সাইফ উদ্দিন নেই, তবে এক সাকিব আল হাসানের না থাকাটাই বাংলাদেশের প্রায় ভারসাম্যহীন করে দিয়েছে শ্রীলংকা সিরিজে। সাকিব না থাকলে যে একজন ব্যাটসম্যান আর বোলারই কমে যায়। বিশেষ করে বিশ্বকাপে তিন নম্বরে যেরকম ব্যাটিং করেছেন, তাতে তার জায়গাটা কে নেবেন সেটাও ছিল প্রশ্ন। আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে ৯১ রান করে মোহাম্মদ মিঠুন আপাতত উত্তর দিয়েছেন সেই প্রশ্নের। তবে সাকিবের অভাব পূরণ করতে পারবেন কি না, সেটা নিয়ে ভাবতে চাইছেন না মিঠুন।

    বিশ্বকাপে তিনে ব্যাট করে সাকিব মোটামুটি রেকর্ডবুক তোলপাড়ই করে ফেলেছেন। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ রান ও ১০ উইকেটের রেকর্ডও হয়ে গেছে। তিনে নেমে সাকিবের চেয়ে বেশি রানও কেউ করেনি বিশ্বকাপে। এই সিরিজে লিটনও যখন নেই, তিন নম্বরে অন্য কাউকে পরীক্ষা করতে হতো বাংলাদেশকে। আজ ৯১ রান করে সেই পরীক্ষায় মিঠুন আপাতত উতরে গেছেন। তবে সাকিবের শুন্যতা পূরণ নিয়ে কিছু ভাবতে চাইছেন না মিঠুন, ‘ওই রকম কিছু চিন্তা করি নাই। সাকিব ভাইয়ের জায়গায় আমি ব্যাটিং করছি। সাকিব ভাই নাই, কাউকে না কাউকে ওই জায়গায় ব্যাটিং করতেই হবে। কাউকে না কাউকে লম্বা ইনিংস খেলতেই হবে। আমি শুধু এই কথাটাই ভাবার চেষ্টা করেছি।’

    শ্রীলংকায় আসার পর গরমের কথা কাল অনুশীলন শেষ বলছিলেন তামিম। মিঠুন অবশ্য অন্য কথা বললেন, ‘আসলে আমি এখানে আসার আগে বাংলাদেশে দুইটি ম্যাচ খেলে এসেছি। কন্ডিশন ওখান থেকে অনেকটা অ্যাডজাস্ট করা সহজ। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের চেয়ে এখানে গরম একটু কম। আমার কাছে মনে হয়ছে এটা, সবার জন্য হয়তো না।’

    বিশ্বকাপের পর এই সিরিজ বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন উঠল। মিঠুন এই সিরিজটা সবকিছু নতুন করে শুরুর উপলক্ষ হিসেবে দেখছেন, ‘দেখেন, আমি নিজে মনে করি বিশ্বকাপের যে আশা ছিল সেটা আপনাদেরও পূরণ হয়নি, আমাদেরও হয়নি। আপনারা যতটা চিন্তিত, আমরা বেশি আরও। আমরা খেলেছি, দায়ভার আমাদেরও নিতে হবে। আমি নিজেকে প্রস্তুত করেছি নতুন একটা সিরিজে ভালো করার। কিন্তু আমরা ওটা ভুলে নতুন শুরু না করলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি শ্রীলংকা সিরিজে সব ভুলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, নতুন করে পরিকল্পনা করি তাহলে ভালো কিছু হলেও হতে পারে।’