• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    শ্রীলংকায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন শফিউল

    শ্রীলংকায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন শফিউল    

    দল ঘোষণার সময়েই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছিলেন, তিন ম্যাচের সিরিজের জন্য ১৪ জনের দল নিয়েই শ্রীলংকায় যাবে বাংলাদেশ। তবে তিন দিন আগে করা সেই মন্তব্য থেকে সরে এলো বিসিবি। ১৫তম সদস্য হিসেবে ডাক পেয়েছেন পেসার শফিউল ইসলাম, কালই কলম্বোতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 

    সর্বশেষ এই বছরের ফেব্রুয়ারুতে নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে ছিলেন শফিউল। যদিও সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে খুব একটা ভালো করতে পারেননি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ বা বিশ্বকাপেও ডাক পাননি দলে। এরপর শুধু আফগানিস্তান এ দলের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন, ৫৯ রান দিয়ে সেই ম্যাচে নিয়েছেন ২ উইকেট। কিন্তু এবার সুযোগ পেয়ে গেলেন শ্রীলংকা সফরে। অথচ বিশ্বকাপ দল থেকে বাদ পড়া আবু জায়েদ রাহীর সুযোগ হলো না এরপরও। 

    কিন্তু কী কারণে ১৪ জনের দলের সঙ্গে একজন বাড়ানো হলো, আর সেটা শফিউলই বা কেন সেই ব্যাপারে বিসিবির সূত্র থেকে কিছু জানা যায়নি।