• লা লিগা
  • " />

     

    'গ্রিজমান বার্সাতে আসায় চিন্তার ভাজ পড়বে প্রতিপক্ষের কপালে'

    'গ্রিজমান বার্সাতে আসায় চিন্তার ভাজ পড়বে প্রতিপক্ষের কপালে'    

    অনেক নাটকের পর বার্সেলোনায় এসেছিলেন তিনি। বার্সার জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামলেন আতোইন গ্রিজমান। চেলসির বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে গোল না পেলেও বেশ কয়েকবার ঠিকই ঝলক দেখিয়েছেন গ্রিজমান। চেলসির কাছে ২-১ গোলে হারের পর বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে বলছেন, গ্রিজমান বার্সাতে আসায় চিন্তার ভাজ পড়বে প্রতিপক্ষের কপালে। 

    বার্সায় যোগ দিয়ে গ্রিজমান জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব কাতালানদের খেলার সাথে মানিয়ে নিতে চান তিনি। চেলসির বিপক্ষে লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা ছিলেন না। ফ্রান্স সতীর্থ উসমান ডেম্বেলের সাথে বোঝাপড়াটা বেশ ভালোই গেছে গ্রিজমানের। কর্নার থেকে দারুণ এক ফ্লিকে গোলের সুযোগও তৈরি করে দিয়েছিলেন অরিওল বুস্কেটসকে। শেষ পর্যন্ত পুরো ৯০ মিনিট খেলা হয়নি গ্রিজমানের, এর আগেই বদলি করা হয়েছে তাঁকে। 

    ভালভার্দে জানালেন, দলের সাথে মানিয়ে নিতে আরও কিছুটা সময় লাগবে গ্রিজমানের, ‘গ্রিজমানকে আমাদের খেলার সাথে মানিয়ে নিতে হবে। তাঁর থেকে অনেক বেশি প্রত্যাশা করা হবে, যদিও সে কেবল নিজের প্রথম ম্যাচ খেলেছে ক্লাবের হয়ে। তাঁর পায়ে বল থাকলে সে কতটা ভয়ংকর হতে পারে সেটা সবাই দেখেছে।’ 

    গ্রিজমানের বাসার হয়ে খেলার সবার চিন্তার কারণে হবে বলেই বিশ্বাস ভালভার্দের, ‘আমরা কীভাবে নিজেদের পায়ে বল রেখে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করি, সেটা তাঁকে শিখতে হবে। প্রথম ম্যাচেই তো তাঁর থেকে এসব আশা করতে পারি না। সামনের দিনগুলোতে সে প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ হবে।’