• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    ছোট ছোট ব্যাপারগুলোই ঠিক করতে চান 'নির্লিপ্ত' তামিম

    ছোট ছোট ব্যাপারগুলোই ঠিক করতে চান 'নির্লিপ্ত' তামিম    

    তামিম ইকবালের জন্য অভিজ্ঞতাটা একেবারেই নতুন। এর আগে ক্রাইস্টচার্চ টেস্টে পাকেচক্রে পড়ে একবার তামিমকে অধিনায়কত্ব করতে হয়েছিল বটে, কিন্তু তাতে কোনো পরিকল্পনার সুযোগ ছিল না। এবার তামিম সিরিজ শুরুর আগেই সেই দায়িত্ব পেয়েছেন, তাতে নিজেকে অন্তত গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কিন্তু এ নিয়ে বাড়তি কোনো রোমাঞ্চ বা এরকম কিছুই নেই। বরং ছোট ছোট কাজগুলো ঠিক করে করার দিকেই বেশি জোর দিচ্ছেন।

    এবারের দায়িত্বটাও অবশ্য একরকম বাধ্য হয়েই নিতে হয়েছে তামিমকে। শ্রীলংকা সিরিজের আগের দিন ছিটকে গেছেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসানও না থাকায় তামিমকেই নিতে হচ্ছে টস করার দায়িত্ব। রঙিন পোশাকে বাংলাদেশের হয়ে সেই অভিজ্ঞতা হয়নি তামিমের। তবে এ নিয়ে কোনো ভাবাবেগ নেই তার, সত্যি কথা বলতে এভাবে চিন্তা করছি না, যে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে অভিষেক। আপনারা বলছেন, শুনে ভালো লাগছে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ, শুরুটা কীভাবে হচ্ছে। অধিনায়কত্ব জিনিসটা তখনই ভালো লাগবে যখন আমরা জিততে পারি, বা টিম ভালো খেলে, তখনই জিনিসটা আমি উপভোগ করতে শুরু করব। কিন্তু কী হবে না হবে এসব নিয়ে আমি খুব একটা রোমাঞ্চিত নই। আমাকে দল একটা দায়িত্ব দিচ্ছে, সেটা আমি দলের জন্য পালন করার চেষ্টা করব।’

    সেজন্য বিশেষ করে ছোট ছোট কাজগুলো ঠিক করে করার দিকে বেশি জোর দিচ্ছেন তামিম, ‘শুরুটা আসলে ভালো করতে হবে। আমি সবসময় বলি, স্টার্টিং লাইনের আগে ফিনিশ লাইন টানা শুরু করলে সমস্যা। অবশ্যই লক্ষ্য থাকবে ম্যাচটা জেতা। কিন্তু সেটার জন্য আপনাকে আগে শুরুটা ভালো করতে হবে। আমাকে জিজ্ঞাসা করেন, যে কাউকে জিজ্ঞেস করেন, সবাই সিরিজটা জিততে চায়। সেজন্য আগে ছোট ছোট জিনিসগুলো ঠিক করতে হবে।’

    কথা এলো অন্য প্রসঙ্গ নিয়েও। লাসিথ মালিঙ্গা কাল শেষবারের মতো ওয়ানডেতে মাঠে নামবেন দেশের হয়ে। প্রেমাদাসার সব টিকেটও ফুরিয়ে গেছে এর মধ্যে। এর সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। সব মিলে শ্রীলংকার মনযোগ অন্য দিকে থাকায় বাংলাদেশের জন্য ভালো হলো কি না সেই প্রশ্নও উঠল। তামিম অবশ্য ব্যাপারটার সঙ্গে একমত হলেন না, ‘দেখেন, আমার কাছে মনে হয় যখনই এই কথাগুলো যেমন কোচ থাকবে কী থাকবে না, এসব কথা মাঠের বাইরের পর্যন্তই থাকবে। আমি নিশ্চিত। কারণ আমরাও এরকম অবস্থার মধ্যে দিয়ে গেছি। তাই আমি জানি, যে মাঠে নামার পর এই ব্যাপারটা কারও মাথায় থাকবে না। এমনকি মালিঙ্গার কথাও যদি বলি, তার শেষ ম্যাচ খেললেও আমি নিশ্চিত, শেষ ম্যাচটা ওর মাথায় থাকবে না। ওরা চেষ্টা করবে আমাদের আউট করার, আমরাও চেষ্টা করব যত বেশি পারি রান করার। আমার মনে হয় না, এই ব্যাপারগুলো খুব একটা প্রভাব ফেলে ওদের ওপর। যদি ফেলে তাহলে আমাদের পক্ষে ভালো এটা। আমরাও এসব দিকে খুব একটা ভাবছি না। আমরা জানি, এখানে আসলে ক্রিকেট খেলতে। ওদের কার শেষ ম্যাচ, ওদের কোচ থাকবে না চলে যাবে, এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না।’

    বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে কালকের ম্যাচ।