• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    টেস্ট থেকে অবসর নিলেন মোহাম্মদ আমির

    টেস্ট থেকে অবসর নিলেন মোহাম্মদ আমির    

    হুট করেই এলো ঘোষণাটা। এক আনুষ্ঠানিক বার্তায় পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। তবে পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন।

    পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আমির জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে বেশি মনযোগ দেওয়ার জন্য টেস্ট থেকে অবসর নিচ্ছেন। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, তাতে নতুনদের আরও বেশি সুযোগ করে দেওয়ার জন্য এটাই তার টেস্ট থেকে অবসর নেওয়ার সবচেয়ে ভালো সময় বলে মনে হয়েছে। আর সামনের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরও বেশি মনযোগ দিতে চান।

    ২০০৯ সালে গলে টেস্ট অভিষেক হয়েছিল আমিরের। এরপর ২০১০ লর্ডসে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর ছয় বছর টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। ২০১৬ সালে ফেরার পর আবার নিয়মিত হয়েছিলেন। এই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলেছিলেন সর্বশেষ টেস্ট। সব মিলে সাদা পোশাকে ৩৬ ম্যাচে ১১৯ উইকেট নিয়েছেন ৩০.৪৭ গড়ে।