• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    নির্বাচক হিসেবে থাকছেন মিনহাজুল-হাবিবুলই

    নির্বাচক হিসেবে থাকছেন মিনহাজুল-হাবিবুলই    

    জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ চালিয়ে যাবেন মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার। এ দুজনের সঙ্গে তৃতীয় একজনকে নিয়োগ করার কথা ভাবলেও সেখানে কাউকে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। 

    আজ বিসিবির বোর্ড মিটিংয়ের পর সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ হিসেবে চার্লস ল্যাঙ্গেভেল্ট ও স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টরির নাম ঘোষণার পর নির্বাচকের ইস্যুটা না বলেই সংবাদ সম্মেলন শেষ করে দিচ্ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগের কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বিশ্বকাপের পর। সেটা মনে করিয়ে দেওয়া হলে তিনি বলেছেন, “ওরা তো ভালোই করছে, করুক না।”

    তবে দুজনের সঙ্গে চুক্তির মেয়াদ ঠিক কতোদিনের জন্য নবায়ন করা হয়েছে, সেটি স্পষ্ট না করলেও আপাতত ওয়ার্ল্ড টি-টোয়েন্টি পর্যন্ত কাজ করবেন তারা বলে জানিয়েছেন নাজমুল।
     
    তবে তৃতীয় নির্বাচক হিসেবে একজনকে নেওয়ার ব্যাপারে তারা ভেবেছেন সেটিও জানালেন। কয়েকজনের নাম এলেও এখন পর্যন্ত এই পদে কাউকে চূড়ান্ত করা হয়নি। 

    দল নির্বাচনের প্রক্রিয়াও থাকছে আগের মতোই। দুই (বা তিন) নির্বাচকের সংগে কোচ, ম্যানেজার ও অধিনায়ক মিলে চূড়ান্ত করবেন দল।