• বাংলাদেশের শ্রীলংকা সফর
  • " />

     

    স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা

    স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা    

    প্রথম ওয়ানডেতে শ্রীলংকার কাছে ৯১ রানে হারতে হয়েছিল বাংলাদেশকে। সিরিজের শুরুটা ভালো না হওয়ার পাশাপাশি এবার জরিমানাও গুণতে হচ্ছে বাংলাদেশ দলকে। কলম্বোর প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের দায়ে জরিমানা করা হয়েছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালসহ দলের সবাইকে। 

    গত শুক্রবার প্রথমে বোলিং করতে নামা বাংলাদেশ নির্ধারিত সময়ে ৫০ ওভার শেষ করতে পারেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও দুই ওভার বাকি ছিল তামিমদের। ম্যাচের দুই আম্পায়ার নিতিন মেনন ও রাভিন্দ্রা উইলামাসারি ও তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমুস এই ব্যাপারে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে অভিযোগ করেছিলেন। ম্যাচের পর স্লো ওভার রেটের দায় স্বীকার করে নিয়েছেন তামিম। এজন্য আনুষ্ঠানিকভাবে কোনো শুনানি হয়নি। 

    ক্রিস ব্রড ম্যাচের পর জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসির নিয়মের ২.২ ধারা অনুযায়ী, কোনো দলের স্লো ওভার রেটের দিনে দেরি করে করা প্রতি ওভারের জন্য ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে। অধিনায়ককে সেই জরিমানার দ্বিগুণ গুণতে হবে। তামিমকে তাই ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। দলের বাকিদের জরিমানা ২০ শতাংশ। 

    আজ একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা।