• লা লিগা
  • " />

     

    লা লিগা-ফুটবল ফেডারেশনের দ্বন্দ্বে বদলে যাচ্ছে বার্সার ম্যাচের সময়?

    লা লিগা-ফুটবল ফেডারেশনের দ্বন্দ্বে বদলে যাচ্ছে বার্সার ম্যাচের সময়?    

    সোমবার লিগের ম্যাচ ফেলানোর প্রতিবাদে গত মৌসুমে কফিন নিয়ে স্টেডিয়ামে ঢুকেছিলেন আলাভেসের সমর্থকরা। আগামী মৌসুমের প্রথম তিন রাউন্ডেই শুক্রবার ও সোমবারে ম্যাচ রেখেছে লা লিগা কর্তৃপক্ষ। লা লিগার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাদের মতে, স্পেনের ফুটবল ভক্তরা শনিবার ও রবিবার ছাড়া অন্য কোনো দিনে লিগের ম্যাচ দেখতে চায় না। তাদের অনুমতি ছাড়া শুক্রবার ও সোমবারের ম্যাচ অনুষ্ঠিত হতে পারবে না, লা লিগাকে এমন সতর্কবার্তাই দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 

    রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের ফুটবল ভক্তদের কথা মাথায় রেখেই সূচি পরিবর্তন করতে হবে লা লিগাকে, ‘স্প্যানিশ ফুটবল ভক্তরা শুক্র ও সোমবারে ম্যাচ দেখতে চায় না। বিশেষ করে সোমবারে তাদের স্টেডিয়ামে এসে কিংবা টিভির সামনে বসে খেলা উপভোগ করা খুব কঠিন হয়ে যায়। তাই এসব দিনে রাখা ম্যাচের সূচি পরিবর্তন করতে হবে।’ 

    লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, সূচি পরিবর্তন করতে চান না তাঁরা, ‘অবৈধভাবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সূচির ব্যাপারে হস্তক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সূচি পরিবর্তন করলে লা লিগার ২ বিলিয়ন ইউরো ক্ষতি হবে। তাদের কর্মকর্তাদের কোনো ধারণাই নেই এসব ব্যাপারে। এই পরিবর্তনের কোনো মানেই নেই।’ 

    যদি সূচি শেষ পর্যন্ত পরিবর্তন করতেই হয় লা লিগা কর্তৃপক্ষকে, তাহলে বদলে যাবে বার্সেলোনার প্রথম লিগ ম্যাচের সময়ও। বিলবাওয়ের বিপক্ষে ১৬ আগস্ট (শুক্রবার) মাঠে নামার কথা তাদের। এছাড়াও বদলে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, রিয়াল বেটিস, রিয়াল সোসিয়েদাদসহ বেশ কয়েকটি দলের খেলার সূচিও। 

    শেষ পর্যন্ত ব্যাপারটি গড়িয়েছে আদালতে। আগস্টের শুরুতে এই ব্যাপার নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।