• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'লিগের লড়াইটা সিটি-লিভারপুলের মাঝেই সীমাবদ্ধ থাকবে না'

    'লিগের লড়াইটা সিটি-লিভারপুলের মাঝেই সীমাবদ্ধ থাকবে না'    

    আগের মৌসুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে নির্ধারিত হয়েছিল প্রিমিয়ার লিগে শিরোপা। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ও রানার্সআপ লিভারপুলের মাঝে ব্যবধান কম হলেও তৃতীয় স্থানে থাকা চেলসিসহ অন্যরা পিছিয়ে ছিল অনেকটাই। প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে নাপোলির কাছে হারের পর সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলছেন, সামনের মৌসুমে লিগের লড়াইটা শুধু সিটি-লিভারপুলের মাঝে সীমাবদ্ধ থাকবে না। 

    গত মৌসুমের শুরু থেকেই শীর্ষস্থানের লড়াইটা হয়েছে মূলত সিটি ও লিভারপুলের মাঝে। শেষ পর্যন্ত  ৯৮ পয়েন্ট নিয়ে লিগ জিতেছিল সিটি। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় হয়েছিল লিভারপুল। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ছিল ৭২। এবার আরও বেশি দল শিরোপা লড়াইয়ে থাকবে বলেই বিশ্বাস ক্লপের, ‘গতবার শুধু দুটি ক্লাবের মাঝে লড়াই হয়েছে শিরপার জন্য। এবার সেরকম কিছু হবে না। সিটিও হয়তো এটাই ভাবছে। তাঁরা এবারও ফেভারিট। কিন্তু অন্য দলরাও শিরোপার জন্য খেলবে। আমরাও সেসব দলের একটা। শিরোপা জেতার জন্য সব চেষ্টাই আমরা করবো।’ 

    লিগ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। ৪ আগস্ট কমিউনিটি শিল্ডের ফাইনালে সিটির মুখোমুখি হবে লিভারপুল। প্রাক মৌসুমটা একদমই ভালো কাটেনি ক্লপদের। গতকাল নাপোলির কাছে ৩-০ গোলে হেরেছে তাঁরা। শেষ চার ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে লিভারপুলকে, অন্য ম্যাচটি হয়েছে ড্র। লিঁওর বিপক্ষে আর একটি মাত্র প্রস্তুতি ম্যাচই বাকি আছে তাদের। এই সময়ে অবশ্য মোহামেদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনো ও অ্যালিসনের মতো ফুটবলারদের দলে পাননি ক্লপ। 

    ক্লপ অবশ্য আশাবাদী, লিগ শুরু হলে দেখা যাবে পুরনো লিভারপুলকেই, ‘প্রাক মৌসুমটা ভালো কাটেনি। এর মাঝেই বেশ কয়েকটা ম্যাচে হেরে গেছে দল। তবে সামনের দিনগুলোতে অন্য লিভারপুলকে দেখা যাবে এটা আমি নিশ্চিত। এই প্রাক মৌসুমটা একটু অন্যরকম। কারণ যেখানেই আমরা যাচ্ছি সেখানেই শুধু অভিনন্দন জানাচ্ছে সবাই। নাপোলির বিপক্ষে ম্যাচের আগেও এমনটা হয়েছে। নতুন মৌসুমের শুরু থেকেই আমাদের শতভাগ দিয়ে খেলতে হবে। প্রতিপক্ষ যদি এখনকার ম্যাচ দেখে আমাদের দুর্বল ভাবে, তাহলে তাঁরা ভুল করবে।’