ভ্যান ডাইক, সালাহ, রোনালদোদের নিয়ে ফিফার বর্ষসেরায় দশ জন
বর্ষসেরা ফুটবলারের জন্য ১০ জন বাছাইয়ের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন অনুমিতভাবেই। চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুল থেকে আছে তিনজন খেলায়াড়। ভার্জিল ভ্যান ডাইক, মোহামেদ সালাহ ও সাদিও মানে বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে আছেন কিছুটা। সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এডেন হ্যাজার্ড, সাবেক দুই আয়াক্স সতীর্থ ম্যাথিয়াস ডি লিট, ফ্রাঙ্কি ডি ইয়ংদের সঙ্গে আছে পিএসজির কিলিয়ান এমবাপ্পেও। একমাত্র ইংলিশ ফুটবলা হিসেবে হ্যারি কেইনেরও জায়গা হয়েছে ফিফার বর্ষসেরাদের সংক্ষিপ্তদের মধ্যে।
গতবার রোনালদো ও মেসির দশ বছরের রাজত্ব ভেঙে দিয়ে ফিফার বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন লুকা মদ্রিচ। তিনি অবশ্য এবার নেই মনোনীতদের ভেতর। গতবার ক্লাব পরিবির্তন করে জুভেন্টাসে যোগ দেওয়া রোনালদো আছেন সিরি আ, কোপা ইতালিয়া ও নেশনস লিগের শিরোপা জেতার সুবাদে। আর মেসি গেলাবার জিতেছেন লা লিগার শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগের মতো ইউরোপের লিগেও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
এই দশজনকে বাছাই করেছে ফিফার প্যানেল। এবার এদের মধ্যে থেকে একজনকে বাছাই করা হবে ২৩ সেপ্টেম্বরে দ্য বেস্টের গালা অনুষ্ঠানে। সাংবাদিক, সমর্থক, কোচ ও জাতীয় দলের অধিনায়করাও ভোট দেবেন এতে, যে ভোট থেকে ২৫ শতাংশ পয়েন্ট নেওয়া হবে সেরা খেলোয়াড় বাছাইয়ে। বাকিটা নির্ধারণ করবে ফিফার বিশেষ প্যানেল।
ম্যানচেস্টার সিটি থেকে কোনো খেলোয়াড় নমিনেশন না পেলেও তাদের ম্যানেজার পেপ গার্দিওলা সেরা দশ জনের ভেতর আছেন। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতা ইয়ুর্গেন ক্লপ ছাড়াও এই তালিকায় প্রিমিয়ার লিগের আরও একজন কোচ আছেন, টটেনহামের মাউরিসিও পচেত্তিনো। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা আয়াক্স ম্যানেজার এরিক টেন হাগ। আলজেরিয়াকে আফ্রিকান কাপ অফ নেশনস জেতানো জেমাইলি, ব্রাজিলের কোচ তিতে, পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসরা অনুমিতভাবেই জায়গা পেয়েছেন শিরোপা জেতার জন্য। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যাওয়া পেরু কোচ লিওনেল গারেচা, রিভারপ্লেটের মার্সেলো গ্যালার্দো- স্বদেশী আর্জেন্টাইন পচেত্তিনোর সঙ্গী হয়েছেন নমিনেশন প্রাপ্তদের ভেতর। গতবার বিশ্বকাপ জয়ী দিদিয়ের দেশমও আছেন এখানে।
মেয়েদের ফুটবলারদের সেরা দশজনের ভেতর আছেন বিশ্বকাপ জয়ী যুক্তরাষ্ট্রের চারজন খেলোয়াড়। অধিনায়ক মেগান রাপিনো, অ্যালেক্স মর্গানসহ, রেনার্ড ও এরতিজ জায়গা পেয়েছেন।