অনুশীলনে যোগ না দেওয়ায় জরিমানা গুণতে হচ্ছে লুকাকে
ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে যোগ না দেওয়ায় জরিমানা করা হয়েছে স্ট্রাইকার রোমেলু লুকাকুকে।
বেলজিয়ান স্ট্রাইকার নিজের সাবেক ক্লাব অ্যান্ডালেখটের একাডেমিতে অনুশীলন করছেন। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে ৯ তারিখ থেকে। দুই দিন আগেও ক্লাবে যোগ দেননি লুকাকু।
এর আগে অবশ্য লুকাকুকে ক্লাব ছাড়া করতে বেশ চেষ্টা চালাচ্ছিল ইউনাইটেড। ইন্টার মিলানও তাঁকে পেতে শুরু থেকেই আগ্রহ দেখিয়েছে। তবে ইন্টারের দেওয়া ৫৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব নাকচ করে দিয়েছিল ইউনাইটেড। এরপর জুভেন্টাসের সঙ্গে লুকাকুকে নিয়ে সোয়াপ ডিল পাকা করতে ব্যর্থ হয় ইংলিশ ক্লাবটি।
ইংল্যান্ডে দলবদল ৯ তারিখে শেষ হলেও ইউরোপের অন্যান্য লিগগুলোতে চলবে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে নতুন কোনো খেলোয়াড় দলে না ভেড়াতে পারলেও, খেলোয়াড়রা ইংলিশ ক্লাব থেকে অন্য দেশের ক্লাবে যোগ দিতে পারবেন। লুকাকুর ক্ষেত্রে কী ঘটবে সেটা অবশ্য এখনও অস্পষ্ট।