• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'ফ্রেন্ডস' থেকে ইংরেজি শিখছেন ক্লপ

    'ফ্রেন্ডস' থেকে ইংরেজি শিখছেন ক্লপ    

    জন্ম তাঁর জার্মানিতে, ফুটবলও খেলেছেন সেখানে। ইয়ুর্গেন ক্লপের কোচিং ক্যারিয়ারের প্রথম ১৫ বছরও কেটেছে জার্মানিতেই। ইংরেজির খুব বেশি হয়তো দরকার হয়নি তখন। কিন্তু লিভারপুলের কোচ হওয়ার পর কীভাবে ইংরেজির ব্যাপারটা সামলেছেন ক্লপ? বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ জানিয়েছেন, জনপ্রিয় টিভি শো 'ফ্রেন্ডস' দেখেই ইংরেজি শিখছেন তিনি! 

    ক্লপ জানিয়েছেন, ফ্রেন্ডসের সহজ কথোপকথনই তাঁকে ইংরেজি শিখতে সাহায্য করেছে, ‘ফ্রেন্ডস দেখতে দেখতেই আমি ইংরেজি শিখছি। কারণ এটা খুবই সহজবোধ্য। সিনেমাতে এটা হয় না। সেখানে অনেক সময়ই উচ্চারণ স্পষ্ট হয় না। তাঁরা এভাবে কথা বলতেই থাকে ও অভিনয় করে, সেটাই আপনাকে দেখতে হয়। জার্মানদের জন্য ফ্রেন্ডস শোটাই সহজ। এখানে কথোপকথন অনেক সহজ ভাষায় হয়। সব শব্দই আপনি স্পষ্ট বুঝতে পারবেন।’ 

    অভিনয় করলে ফ্রেন্ডসের জোই ট্রিবিয়ানির চরিত্রেই করতেন, বলছেন ক্লপ, ‘আমি আসলে এই শোর পুরুষ চরিত্রের চেয়ে নারী চরিত্রদেরই বেশি পছন্দ করি! কিন্তু নারী চরিত্রে তো অভিনয় করতে পারব না আমি। হয়ত জোইর সাথেই আমার কিছুটা মিল আছে। তার চেয়ে অল্প একটু বুদ্ধিমান আমি। কিন্তু মেয়েদের সাথে কথা বলার ব্যাপারে আমিও তার মতো খুব একটা ভালো না! ‘হাউ ইউ ডুইং’; এটা খুব একটা সুখকর ব্যাপার ছিল না আমার জন্য।’