সাত মাসের জন্য মাঠের বাইরে সানে
লিভারপুলের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ফাইনালে হাঁটুর লিগামেন্টে টান লেগেছিল লেরয় সানের। সেই ইনজুরিটা শেষ পর্যন্ত একটু বেশিই গুরুতর হয়ে দাঁড়ালো। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, প্রায় সাত মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে সানেকে।
আগামী সপ্তাহে বার্সেলোনার একটি হাসপাতালে ডান হাঁটুর সার্জারি হবে সানের। গার্দিওলা জানিয়েছেন, সানের ফিরতে অনেক সময় লাগবে, ‘এরকম ইনজুরি ছয় থেকে সাত মাসের জন্য মাঠের বাইরে রাখতে পারে আপনাকে। এটা অবশ্যই ক্লাবের জন্য খারাপ সংবাদ। সানে ফেব্রুয়ারি কিংবা মার্চে ফিরতে পারে। সে বয়সে তরুণ, অস্ত্রোপচার থেকে দ্রুতই সেরে উঠে অনুশীলনে ফিরবে। আমরা তার পাশে আছি।’
সিটি ছেড়ে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন সানে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। গার্দিওলা বলছেন, সানে সিটি ছেড়ে যাক, এটা তিনি কখনোই চাননি, আমি কখনোই তার ক্লাব ছাড়ার ব্যাপারে ভাবিনি। সানে আমাকে কখনো বলেনি যে সিটি ছাড়ছে চাচ্ছে সে। আমরা সবসময় তাঁকে দলের একটা অংশ ভেবে এসেছি।
আজ ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটি। টানা তৃতীয় লিগ শিরোপা জয়ই গার্দিওলার লক্ষ্য, ‘গত মৌসুমে আমি বলেছিলাম টানা দুইবার লিগ শিরোপা জেতা কঠিন। হ্যাটট্রিক লিগ শিরোপা তো আরও কঠিন ব্যাপার। এটা নিয়ে বেশি ভাবা যাবে না। সব টুর্নামেন্টের প্রথম ম্যাচগুলো নিয়েই আপাতত ভাবতে চাই।’