হেডিংলি টেস্ট থেকে ছিটকে গেলেন স্মিথ
হেডিংলি টেস্ট থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ। লর্ডস টেস্টে মাথার নিচে অনাবৃত অংশে আঘাত পাওয়ার পর বিলম্বিত কনকাশন হয়েছিল তার, সেটি থেকেই সেরে উঠতে পারেননি তিনি এখনও। রবিবার লর্ডস টেস্ট শেষ হওয়ার পর বৃহস্পতিবারই শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। সেরে ওঠার জন্য সময়টা তাই পর্যাপ্ত নয় স্মিথের জন্য। লর্ডসে তার জায়গায় আসা মারনাস লাবুশেনই পরের টেস্টেও খেলবেন।
লর্ডস টেস্টের চতুর্থ দিন জফরা আর্চারের বাউন্সারে ডাক করতে গিয়ে আঘাত পেয়ে পড়ে গিয়েছিলেন স্মিথ। এরপর মাঠ ছেড়েছিলেন, তবে কনকাশনে প্রাথমিক পরীক্ষায় উৎরে গিয়ে আবার মাঠে নেমে ব্যাটিংয়ে ১২ রান যোগ করেছিলেন তিনি। অবশ্য এর আগেই পাওয়া কনুইয়ের আঘাত ও সতর্কতা হিসেবে আর সেদিন মাঠে নামেননি তিনি।
অ্যাশেজের ইতিহাস : ঈশ্বরের ক্রিকেট, শয়তানের অ্যাশেজ
পরদিন সকালে স্মিথের বিলম্বিত কনকাশন হয়েছে বলে জানানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। শীঘ্রই টেস্টের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। তার বদলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কনকাশন-বদলি হিসেবে নামেন মারনাস লাবুশেন। চতুর্থ ইনিংসে ম্যাচ-বাঁচানো ফিফটিও করেন লাবুশেন, অবশ্য তিনিও আর্চারের বলে ইনিংসের শুরুতেই আঘাত পেয়েছিলেন হেলমেটের গ্রিলে।
দলের সঙ্গে লিডস থেকে হেডিংলিতেও এদিন গিয়েছিলেন স্মিথ। তবে দলের বাকি সবাই ওয়ার্ম-আপ করলেও তিনি করেননি বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। কোচ জাস্টিন ল্যাঙ্গার ও দীর্ঘদিনের মেন্টর মার্ক টেইলরের সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে। এরপরই অফিশিয়ালি জানানো হয়েছে, হেডিংলিতে স্মিথকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
অবশ্য চতুর্থ টেস্টের আগে সেরে ওঠার জন্য আরও সপ্তাহ দুয়েক সময় পাবেন স্মিথ। ওল্ট ট্রাফোর্ডে সে ম্যাচ শুরু হবে ৪ সেপ্টেম্বর, মাঝে ডার্বিশায়ারের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
এদিকে তৃতীয় টেস্টেও পেসার জেমস অ্যান্ডারসনকে পাচ্ছে না ইংল্যান্ড। প্রথম টেস্টের শুরুতেই চোট নিয়ে বাইরে চলে যাওয়া তিনি খেলেননি লর্ডসে। প্রস্তুতির জন্য ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় একাদশের ম্যাচ খেলবেন তিনি। হেডিংলিতেও অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড।