আবাহনীর হয়ে লি এর অভিষেক, এপ্রিল টুয়েন্টি ফাইভে নেই কিম ইউ সং
বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনালের প্রথম লেগে জন্য ঢাকা আবাহনীর একাদশে অনুমিতভাবেই নেই মামুনুল ইসলাম। একাদশে জায়গা পেয়েছেন ডিফেন্ডার মামুন মিয়া। সানডে চিজোবা ও ক্রেভেন্স বেলফোর্টের সঙ্গে তৃতীয় বিদেশী খেলোয়াড় হিসেবে আছেন দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার লি তাইমিন। আবাহনীর জার্সিতে অভিষেক হচ্ছে লি এর।
আবাহনীর প্রতিপক্ষ এপ্রিল টুয়েন্টি ফাইভের একাদশে অবশ্য কিছুটা চমক আছে। যদিও আগে থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল এই ম্যাচে একাদশে নাও থাকতে পারেন স্ট্রাইকার কিম ইউ সং। উত্তর কোরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার এএফসি কাপে ১৬ ম্যাচে করেছেন ২১ গোল। এই মৌসুমেও তার আছে ৪ ম্যাচে ৬ গোল। তাকে ছাড়াই শুরু করছে এপ্রিল টুয়েন্টি ফাইভ।
একাদশ
আবাহনী
শহীদুল আলম, রায়হান হাসান, ওয়ালি ফয়সাল, টুটুল বাদশা, লি টায়েমিন, সোহেল রানা, নাবিব নেওয়াজ, সানডে চিজোবা, মামুন মিয়া, সাদ উদ্দিন, ক্রেভেন্স বেলফোর্ট
এপ্রিল টুয়েন্টি ফাইভ
আন তে সং, জিন মিয়ং, চুং হিওক, পাক সং রক, আন সং ইল, ও হিওক চল, সন ফিয়ল ইল, চল সু, চো জং হিওক, ওম চল সং, রিম চল মিন