ম্যাচের আগেরদিন কৌশল বদলে সফল আবাহনী কোচ
ইনজুরি, নিষেধাজ্ঞা, শক্তিশালী প্রতিপক্ষ- সব কিছু বিপক্ষে থাকার পরও এপ্রিল টুয়েন্টি ফাইভকে এএফসি কাপের জোনাল সেমিফাইনালের প্রথম লেগে হারিয়ে দিয়েছে ঢাকা আবাহনী। ৪-৩ গোলের জয়ের পর আবাহনী কোচ থমাস মারিয়া লেমোস বললেন, শেষ মুহুর্তে কৌশল বদলে ফেলেছিলেন তিনি, সাফল্য সেটার ফসল।
"গতকাল প্রেস কনফারেন্স শেষে আমি অনুশীলনে গিয়ে কৌশল বদলে ফেলেছিলাম। আমরা এর আগে ফাইভ ম্যান ব্যাকলাইনে খেলিনি। সব কিছুই আমাদের বিপক্ষে ছিল। এরপরও এমন জয় আমাদের জন্য দারুণ।"
"দুই সপ্তাহ আমরা একভাবে অনুশীলন করেছি। এরপর একবার মামুনুল ইনজুরিতে পড়ল। আলাকেও পেলাম না। আমার কাল মনে হচ্ছিল এভাবে হবে না। সে কারণেই পরে বদলে ফেলেছি কৌশল।"
দারুণ জয়ের ম্যাচেও অবশ্য ঘরের মাঠে আবাহনী খেয়েছে তিন গোল। দ্বিতীয় লেগে তাই অন্তত ড্র করতে হবে আবাহনীকে। সেটা নিয়ে কিছুটা আফসোস অবশ্য আছে কোচের, "আমার পুরোপুরি আনন্দ হচ্ছে না। কিছু সময়ে আমরা বেশ ডিপে রক্ষণ করেছি। সেটা ওদের আক্রমণে সাহায্য করেছে।"
পরবর্তী লেগে পিয়ংইয়ংয়ে খেলা হবে আর্টিফিসিয়াল টার্ফে। সেটা আপাতত খুব বেশি চিন্তার কারণ হিসেবে দেখছেন না আবাহনী কোচ, "ওদের যেমন এখানে খেলতে সমস্যা হয়েছে, আমাদের জন্যও ব্যাপারটা আসলে তেমন। তবে আমরা যাওয়ার আগে কমলাপুর মাঠে কিছুদিন অনুশীলন করব।"
পরের লেগে আবাহনী কোচ দলে পাচ্ছেন মিশরীয় ডিফেন্ডার আলাদিন নাসের এইসাকে। ফিরতে পারেন মামুনুল ইসলামও। প্রতিপক্ষ এপ্রিল টুয়েন্টি ফাইভ এখনও এই টুর্নামেন্টে ঘরের মাঠে গোল খায়নি। তবে এমন জয়ের পর আশার কথাই শোনাচ্ছেন লেমোস, "পরের ম্যাচে আমরা আলাকে দলে পাব। ও রক্ষণের দিক দিয়ে ভালো আরও। আর মিডফিল্ডেও মামুনুল ফেরত আসলে সৃজনশীলতা বাড়বে আরেকটু। অবশ্যই আমি আশাবাদী পরের লেগ নিয়ে। কতো শতাংশ সেটা বলব না। আপনি আমাকে পজিটিভ বলতে পারেন, তবে আমি বিশ্বাস করি আমাদের ফাইনালে যাওয়া সম্ভব।"
এপ্রিল টুয়েন্টি ফাইভের কোচ ও ইউন সন অবশ্য ম্যাচশেষে বলছেন ড্রয়ের লক্ষ্য নিয়ে এসেছিলেন তিনি। আগেরদিন নিজের দলের সামর্থ্যের ওপর ভরসা রাখলেও হারের কারণ হিসেবে জানিয়েছেন আবাহনী সম্পর্কে তাদের ধারণা থাকাকে। অবশ্য পরবর্তী লেগে জয়ের আশা জানিয়ে গেছেন তিনি, "আমরা এখানে এসেছিলাম জয় নয়, ড্রয়ের লক্ষ্য নিয়ে। আবাহনী কেমন ফুটবল খেলে সেটা আমাদের জানা ছিল না- সে কারণেই হারলাম আজ। আশা করি ঘরের মাঠে জয় নিয়ে ফাইনালে উঠতে পারব।"
২৮ আগস্ট দ্বিতীয় লেগে এপ্রিল টুয়েন্টি ফাইভের বিপক্ষে খেলবে আবাহনী।