পাকিস্তানের কোচ হচ্ছেন মিসবাহ?
নিজেদের হেড কোচের চাকরির জন্য সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। নিজে আবেদন না করলেও পিসিবির কাছ থেকে তিনি প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। মিকি আর্থারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের পর থেকে হেড কোচ খুঁজছে পাকিস্তান, ২৬ আগস্টের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করার কথা তাদের। মিসবাহ পাকিস্তান ক্রিকেটারদের একটি ক্যাম্প পরিচালনা করছেন আপাতত।
পিসিবির বিজ্ঞপ্তিতে বলা আছে, কোচ হতে হলে কমপক্ষে লেভেল-২ করা থাকতে হবে, সঙ্গে লাগবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা। ইসিবির লেভেল-২ কোচ মিসবাহ, আর পিসিবির অধীনে লেভেল-২ এর কোর্স করেছেন। গত মার্চেও পাকিস্তান সুপার লিগে খেলেছেন তিনি, অবশ্য তার আগে করেছেন মেন্টরের কাজও।
৪৫ বছর বয়সী মিসবাহর সামনে তাই সিদ্ধান্ত নেওয়ার চ্যালেঞ্জ, এখনই কোচিংয়ে পুরোপুরি ঢুকে যাবেন কিনা। এর আগে তিনি বলেছিলেন, ক্রিকেটারদের সহায়তা করতে চান তিনি, “ক্রিকেটারদের সহায়তা করার দিকেই ফোকাস করবো আমি। সুই গ্যাস, ইসলামাবাদ ইউনাইটেড ও পেশওয়ার জালমিতেও তাই করেছি। তবে এটা এখনও চূড়ান্ত নয় যে আমি এই চাকরির (পাকিস্তানের হেড কোচ পদে) জন্য আবেদন করব।
“আমি কোচের পদে আবেদন করিনি। ইসিবি ও এখান থেকে লেভেল-২ কোচিংয়ের প্রশিক্ষণ নিয়েছি। তবে আমি আবেদন করব কিনা, সেটা চূড়ান্ত নয়।”
অবশ্য মিসবাহই শেষ পর্যন্ত পাকিস্তানের কোচ হলে একটু ‘স্বার্থের দ্বন্দ্ব’ ঘটে যাবে পিসিবির। আর্থারকে আর প্রয়োজন নেই, এমন সুপারিশ যে কমিটি থেকে এসেছিল, মিসবাহ ছিলেন সেই কমিটিরই সদস্য।