• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    এক টি-টোয়েন্টি ম্যাচে ১৩৪ রান আর ৮ উইকেট!

    এক টি-টোয়েন্টি ম্যাচে ১৩৪ রান আর ৮ উইকেট!    

    কর্ণাটক প্রিমিয়ার লিগের ম্যাচগুলো কেনো যে অফিশিয়াল টি-টোয়েন্টির স্বীকৃতি পায়নি, সে নিয়ে আফসোস করতেই পারেন কৃষ্ণাপা গোথাম। নাহলে গতকালের ম্যাচের পর টি-টোয়েন্টির ইতিহাসে সেরা বোলিং ফিগার হতো তাঁরই। কর্ণাটক প্রিমিয়ার লিগে বেলারি টুসকার্সের হয়ে মাঠে নেমে কৃষ্ণাপা নিয়েছেন ৮ উইকেট, ব্যাট হাতেও খেলেছেন ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস। 

    চেন্নাইয়ের এম চিন্নস্বামী স্টেডিয়ামে শিভামগা লায়ন্সের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল টুসকার্স। ২০ রানে প্রথম উইকেট পড়ার পর ক্রিজে নামেন কৃষ্ণাপা। ব্যাট হাতে প্রথম বল থেকেই মারমুখী ছিলেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই অলরাউন্ডার। লায়ন্সের বোলারদের তুলোধুনো করে মেরেছেন একের পর এক চার-ছক্কা। ১৩ ছয় ও ৭ চারে মাত্র ৩৯ বলেই কৃষ্ণাপা পূর্ণ করেছেন সেঞ্চুরি। এটাই কর্ণাটক প্রিমিয়ার লিগের দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৬ বলে ১৩৪ রান করে অপরাজিত থাকেন কৃষ্ণাপা, স্ট্রাইক রেট ছিল ২৩৯। তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ১৭ ওভারে ২০৩ রানে তোলে  টুসকার্স। 

    ব্যাট হাতে তান্ডব চালানোর পর বল হাতেও প্রতিপক্ষকে স্বস্তি দেননি কৃষ্ণাপা। চার ওভার বল করে এই ডানহাতি অফ স্পিনার নিয়েছেন ৮ উইকেট! এই চার ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান। এক ওভারে তিন উইকেট নিয়েছেন ইনিংসে দুইবার। তাঁর অবিশ্বাস্য বোলিংয়েই ১৩৩ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ। 

    টি-টোয়েন্টি ইতিহাসে এটাই হতে পারত সেরা বোলিং ফিগার, কিন্তু কর্ণাটক প্রিমিয়ার লিগের ম্যাচ আইসিসির অফিশিয়াল স্বীকৃতি না পাওয়ায় কৃষ্ণাপার ইতিহাস গড়া হয়নি।