• অ্যাশেজ ২০১৯
  • " />

     

    ইংল্যান্ডের বিপর্যয়ে বিস্মিত হ্যাজলউড

    ইংল্যান্ডের বিপর্যয়ে বিস্মিত হ্যাজলউড    

    ইংল্যান্ডকে ৬৭ রানের দুঃস্বপ্ন ‘উপহার’ দেওয়ার মূল কারিগর তিনিই। জস হ্যাজলউডের বিধ্বংসী বোলিংয়েই হেডিংলিতে মুখ থুবড়ে পড়েছে ইংলিশদের ব্যাটিং লাইনআপ। পাঁচ উইকেট নেওয়া হ্যাজলউড দ্বিতীয় দিনের খেলা শেষে বলেছেন, এই ধাক্কা থেকে ফিরে আসতে অনেক সময় লাগবে জো রুটদের। ইংল্যান্ডের এমন বিপর্যয়ে খানিকটা বিস্মিতও হয়েছেন তিনি। 

    ১৯৪৮ সালের পর এটাই অ্যাশেজে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। মাত্র ২৭.৫ ওভারের মাঝেই অলআউট হয়েছেন রুটরা। দুই অংক ছুঁয়েছেন শুধু জো ডেনলি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৭৯ রানে অলআউট করেও দ্বিতীয় ইনিংসে তাই লিড নিতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় দিনশেষে উল্টো ২৮৩ রানে পিছিয়ে আছে তারা। 

    হ্যাজলউড বলছেন, এমন পারফরম্যান্সের ভূত দীর্ঘদিন তাড়া করে বেড়াবে ইংল্যান্ডকে, ‘আমাদের বোলিং তাদেরকে বেশ কিছু ক্ষত দিয়েছে। ৬০ রান করে অলআউট হলে ম্যাচে ফেরা খুব কঠিন হয়ে যায়। এখান থেকে জয়ের খুব বেশি রেকর্ড নেই। যখন তারা দ্বিতীয় ইনিংসে নামবে, তখনও একই ভয় কাজ করবে। ব্যাটসম্যানদের মাথায় একটু দ্বিধা তৈরি করতে পারাটাই আসল ব্যাপার। আমরাও চেষ্টা করব তাদের সেই ভয়টাকে বাস্তবে রূপান্তর করতে।’ 

    ইংল্যান্ডের এমন বিপর্যয়ে খানিকটা বিস্মিত হ্যাজলউড, ‘ইংল্যান্ড দলে দারুণ কিছু ব্যাটসম্যান আছে। তারা ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই ভালো খেলে। কিন্তু শুরুর দিকে যদি রান আটকে দেওয়া যায়, তাহলে তারা ভুল করবেই। এই ইনিংসেও এরকম বেশ কয়েকবার হয়েছে। আমরা এটা করানোর জন্যই চেষ্টায় থাকি। তবে তারা এত দ্রুত অলআউট হয়ে যাবে এটা ভাবিনি। স্লিপে সবাই দারুণ ক্যাচ ধরেছে।’