• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    বদলে যাচ্ছে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম

    বদলে যাচ্ছে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম    

    বদলে যাচ্ছে দিল্লীর বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম। সদ্যপ্রয়াত দিল্লী ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন, ডিডিসিএ-র সাবেক প্রেসিডেন্ট ও ভারতের সাবেক মন্ত্রী অরুন জইতলির নামে করা হবে এ স্টেডিয়াম। ফিরোজ শাহ ছিলেন দিল্লীর সাবেক তুর্কী সুলতান।

    দিল্লী ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ছিলেন জইতলি। বর্তমান প্রেসিডেন্ট রজত শর্মা এ সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে বলেছেন, “জয়তলির সমর্থন ও উৎসাহের কারণেই বিরাট কোহলি, বীরেন্দর শেওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋশভ পান্টের মতো অনেক ক্রিকেটারই ভারতকে গর্বিত করতে পারে।”

    অবশ্য দিল্লী ও ভারতের সাবেক ব্যাটসম্যান গম্ভীর বলছেন, “জইতলি বেঁচে থাকতে এমন সিদ্ধান্ত নিলে সেটি আরও ভাল হতো, তিনি এটি দেখে যেতে পারতেন। সেটি হতো তার জন্য দারুণ এক সম্মান।”   

    ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত এ স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হয়েছিল ১৯৪৮-৪৯ মৌসুমে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল ভারত। এ স্টেডিয়ামেই অনীল কুম্বলে ইনিংসে নিয়েছিলেন ১০ উইকেট। কলকাতার ইডেন গার্ডেনসের পর এখন খেলা হয়, এমন ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে ভারতের সবচেয়ে পুরোনো এটি। 

    ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এই নাম পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। সেদিনই ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির নামে আগে থেকেই ঘোষিত একটি স্ট্যান্ডের নামকরণও হবে। 

    অবশ্য এই মাঠের নাম ফিরোজ শাহ কোটলা রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।