দ্বিতীয় দিনে উজ্জ্বল অলরাউন্ডার নাঈম
দ্বিতীয় দিনশেষে
বাংলাদেশ এইচপি ১ম ইনিংস ৩৬০ (শান্ত ১৩৩, আফিফ ৫৪, জাকির ৪৯, মেন্ডিস ৪/৬৩, পেরেরা ২/৬২) ; শ্রীলঙ্কা এইচপি ১ম ইনিংস ১০১/৪* (বান্দারা ২৩*, নাঈম ৪/৩১)
আগেরদিন নাজমুল হাসান শান্তর সেঞ্চুরির পর এদিন নাঈম হাসানের ৪ উইকেটের তোপে পড়েছে শ্রীলঙ্কা এইচপি দল। দ্বিতীয় দিনশেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা এইচপি পিছিয়ে আছে ২৫৯ রানে। এর আগে ব্যাটিংয়েও ৩৬ রান করেছেন নাঈম। অবশ্য ৫৯ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ৫ম উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে একটু ধাতস্থ হয়েছে শ্রীলঙ্কা এইচপি।
৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ এইচপি। কালানা পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে আগেরদিনের সঙ্গে আর ৯ রান যোগ করতে পেরেছেন সেঞ্চুরিয়ান শান্ত। ৭ম উইকেটে নাঈমকে সঙ্গে নিয়ে জাকির হাসানের জুটি ছিল ৬৮ রানের, ৪৯ রান করে জাকির ফিরেছেন রমেশ মেন্ডিসের বলে ক্যাচ দিয়ে। খানিক বাদে নাঈম ফিরেছেন আসিথা ফার্নান্ডোর বলে, এর আগে মাহিদুল ইসলামের উইকেটও নিয়েছিলেন ফার্নান্ডো। শেষ ২ উইকেটে আরও ৩৪ রান তুলেছে বাংলাদেশ এইচপি। মেন্ডিস বোলিং শেষ করেছেন ৭৩ রানে ৪ উইকেট নিয়ে।
৬ষ্ঠ ওভারে বাংলাদেশ এইচপিকে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন নাঈম। পাধুন নিসাঙ্কা ও সঙ্গিথ কুরে ক্যাচ দিয়েছেন ইয়াসির আলি রাব্বির হাতে। ১৬তম ওভারে চারিথ আসালাঙ্কা ও মিনোদ ভানুকার জুটিও ভেঙেছেন নাঈম, ভানুকা ক্যাচ দিয়েছেন মাহিদুলের হাতে। এক ওভার পর ফিরেছেন আসালাঙ্কাও। দিনশেষে ২১ রানে ব্যাটিং করছেন প্রমোধ মাধুবান্থা, আশেন বান্দেরা অপরাজিত ২৩ রানে।
নাঈম ৪ উইকেট নিতে খরচ করেছেন মাত্র ৩১ রান, এখন পর্যন্ত ওভারপ্রতি রান দিয়েছেন ১.৯৩ হারে।