• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    বৃষ্টি বাধার পর খুলনায় ড্রয়ের পথে এইচপি ম্যাচ

    বৃষ্টি বাধার পর খুলনায় ড্রয়ের পথে এইচপি ম্যাচ    

    তৃতীয় দিনশেষে 
    বাংলাদেশ এইচপি ১ম ইনিংস ৩৬০ (শান্ত ১৩৩, আফিফ ৫৪, জাকির ৪৯, মেন্ডিস ৪/৬৩, পেরেরা ২/৬২) ; শ্রীলঙ্কা এইচপি ১ম ইনিংস ১৯০/৬*, ৮৭ ওভার (বান্দারা ৫৭*, মাধুবান্থা ৪০, নাঈম ৪/৬৪, তানভির ১/৩০) 

    পুরো স্কোরকার্ড দেখুন


     

    বৃষ্টির কবলে পড়েছে খুলনায় বাংলাদেশ এইচপি ও শ্রীলঙ্কা এইচপি দলের আন-অফিশিয়াল টেস্ট। তৃতীয় দিন খেলা হতে পেরেছে ৪৯ ওভার। আগেরদিনের স্কোরের সঙ্গে ৭৬ রান যোগ করেছে শ্রীলঙ্কা এইচপি, বাংলাদেশ এইচপি নিতে পেরেছে ২ উইকেট। ড্রয়ের পথেই তাই এগুচ্ছে এ ম্যাচ। 

    এদিন প্রথম ব্রেকথ্রু পেতে দিনের খেলার ২২তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ এইচপিকে। তানভীর ইসলাম দিয়েছেন সে ব্রেকথ্রু, তার বলে এলবিডব্লিউ হয়েছেন প্রমোধ মাধুবান্থা। ১৩৬ বলে ৩ চারে ৪০ রান করেছেন তিনি। 

    রমেশ মেন্ডিসকে নিয়ে এরপর টিকে ছিলেন আশেন বান্দারা, এ জুটি খেলেছে প্রায় ১৫ ওভার। শফিকুল ইসলামের বলে মেন্ডিস ক্যাচ দেওয়ায় ভেঙেছে সে জুটি। অবশ্য দিনশেষে বান্দারা অপরাজিতই আছেন, ৫৭ রান করতে তিনি খেলেছেন ২৫৭ বল, মেরেছেন ৫টি চার। বান্দারার সঙ্গী চামিকা করুনারত্নে অপরাজিত ৩৮ বল খেলে ৮ রান করে। 

    আগেরদিন ৪ উইকেট নেওয়া নাঈমের তাই অপেক্ষা বেড়েছে ৫ উইকেটের, এদিন ১৬ ওভারে ৩৩ রান দিয়ে তিনি ছিলেন উইকেটশূন্য।